পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

FIFA World Cup 2022: টুইটারে ফুটবল বিশ্বকাপের সেরা রিয়েল-টাইম কমেন্ট্রির ঘোষণা ইলন মাস্কের

ফিফা বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেরা সম্প্রচার এবং রিয়েল-টাইম কমেন্ট্রি দেখা যাবে টুইটারে (Real Time Commentary on Twitter) ৷ এমনটাই ঘোষণা করেছেন ইলন মাস্ক (Elon Musk) ৷

FIFA World Cup 2022 Real-Time Commentary on Twitter Says Elon Musk
FIFA World Cup 2022 Real-Time Commentary on Twitter Says Elon Musk

By

Published : Nov 19, 2022, 1:09 PM IST

কলকাতা, 19 নভেম্বর: ফিফা ফুটবল বিশ্বকাপের (FIFA World Cup 2022) সেরা সম্প্রচার এবং রিয়েল টাইম কমেন্ট্রি দেখতে পাবেন টুইটার ব্যবহারকারীরা (Real Time Commentary on Twitter) ৷ এদিন এমনটাই জানালেন, মাইক্রব্লগিং সাইটের নয়া কর্ণধার ইলন মাস্ক (Elon Musk) ৷ আগামিকাল থেকে কাতারে 2022 ফিফা বিশ্বকাপের আসর বসছে ৷ তার আগে ইলন মাস্কের এই ঘোষণা ফুটবল প্রেমীদের জন্য ভালো খবর ৷

এদিন ইলন মাস্ক একটি টুইট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘রবিবার প্রথম বিশ্বকাপ ম্যাচ ! সেরা সম্প্রচার এবং রিয়েল-টাউম কমেন্ট্রি দেখার জন্য টুইটারে নজর রাখুন ৷’’ প্রসঙ্গত, টুইটার কেনার পর থেকে ইলন মাস্কের একের পর এক সিদ্ধান্তে ক্ষিপ্ত মাইক্রোব্লগিং সাইটের ব্যবহারকারীরা ৷ এমনকী গতকাল তিনি ঘোষণা করেছেন, এবার থেকে টুইটারের মাধ্যমে কোনও আয় করা যাবে না ৷ তাঁর কথায়, ‘‘টুইটার নীতি, কথা বলার স্বাধীনতা রয়েছে ৷ বড়লোক হওয়ার স্বাধীনতা নেই ৷’’

আরও পড়ুন:টুইটার দেহত্যাগ করেছে ! মিম বন্যায় ভাসছে মাইক্রো ব্লগিং সাইট, পালটা পোস্ট মাস্কের

গতকালের সেই ঘোষণার পর ইলন মাস্ক তথা টুইটার কর্তৃপক্ষের বিরুদ্ধে অনেক সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ক্ষুব্ধ ৷ আর তার কয়েকঘণ্টার মধ্যে বিশ্বকাপের সেরা রিয়েল-টাইম কমেন্ট্রির কথা ঘোষণা করলেন ইলন মাস্ক ৷

ABOUT THE AUTHOR

...view details