পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

EAM Jaishankar at UNGA: একাধিক বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর, কথা বাণিজ্য থেকে প্রযুক্তি নিয়ে - একাধিক বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে জয়শঙ্কর

আমেরিকায় এসেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ রাষ্ট্রসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে যোগ দিতেই এবারের আমেরিকা সফর ৷ এরই ফাঁকে বাণিজ্য ও অর্থনীতিতে নিয়ে বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী ।

External Affairs Minister S Jaishankar
ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর

By ETV Bharat Bangla Team

Published : Sep 25, 2023, 12:15 PM IST

Updated : Sep 25, 2023, 12:24 PM IST

নিউইয়র্ক, 25 সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের সাধারণ সভার বার্ষিক অধিবেশনে রবিবার মেক্সিকো, বসনিয়া ও হার্জেগোভিনা এবং আর্মেনিয়ার বিদেশমন্ত্রীদের সঙ্গে আলাদা করে দ্বিপাক্ষিক বৈঠক সারলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তিনি নিজেই সেকথা তাঁর এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷ একটি পোস্টে এস জয়শঙ্কর লেখেন, "আজ সকালে নিউইয়র্কে মেক্সিকোর পররাষ্ট্র সচিব অ্যালিসিয়া বারসেনার সঙ্গে দেখা করতে পেরে সত্যি ভালো লাগছে। ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, অর্থনীতি এবং ভেষজ ওষুধের বিষয়ে যৌথ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে। "

ভারতের বিদেশমন্ত্রী হার্জেগোভিনার বিদেশমন্ত্রী এলমেডিন কোনাকোভিচের সঙ্গেও দেখা করেন। জানা গিয়েছে, বাণিজ্যের পাশাপাশি অর্থনীতি সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হয় তাঁদের। এস জয়শঙ্কর আর্মেনিয়ায় বিদেশমন্ত্রী আরারাত মির্জোয়ানের সঙ্গেও দেখা হয়। দুটি বৈঠকের পর বিদেশমন্ত্রী এক্সে লেখেন, "আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে ৷"

এর আগে শনিবার বিদেশমন্ত্রী, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সঙ্গে সাক্ষাৎ করেন। দ্বিপাক্ষিক উন্নয়নে অংশীদারিত্ব থেকে শুরু করে মায়ানমারের পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা হয় তাঁদের মধ্যে। রাষ্ট্রসংঘের সাধারণ সভার উচ্চ পর্যায়ের অধিবেশনের ফাঁকেই দুই নেতার দেখা হয়। ভারতের বিদেশমন্ত্রী সেদিন এক্সে পোস্ট করেন, "কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সঙ্গে দেখা করে আনন্দিত । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উষ্ণ অভ্যর্থনা তাঁকে জানিয়েছি। উন্নয়নে যৌথ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে ৷ প্রতিরক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতার পাশাপাশি মায়ানমারের বিষয়ে মতামত বিনিময় করেছি ৷"

আরও পড়ুন:তালি একহাতে বাজে না, চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বার্তা জয়শঙ্করের

এস জয়শঙ্কর শনিবার মিশর, সাইপ্রাস এবং উগান্ডার প্রতিপক্ষদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। শুক্রবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে 9 দিনের সফরে এসেছেন ভারতের বিদেশমন্ত্রী ৷ নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ সভার (ইউএনজিএ) বার্ষিক অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি গ্লোবাল সাউথের একটি বিশেষ অনুষ্ঠানে প্রতিনিধিত্ব করবেন তিনি। এছাড়াও তিনি নিউইয়র্কে বিভিন্ন বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন । রাষ্ট্রসংঘের 78তম সাধারণ সভার বার্ষিক অধিবেশন শেষ হওয়ার পর জয়শঙ্কর দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ওয়াশিংটনে যাবেন। 27 থেকে 30 সেপ্টেম্বর থাকবেন সেখানে ৷

Last Updated : Sep 25, 2023, 12:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details