ব্রাসেলস (বেলজিয়াম), 10 সেপ্টেম্বর : চিন কূটনীতির আড়ালে ঋণের ফাঁদে ফেলছে দক্ষিণ এশিয়ার দেশগুলিকে (Chinese Debt Trap Diplomacy) ৷ সেই ফাঁদে পড়েই দেউলিয়া হয়ে গিয়েছে শ্রীলঙ্কা (Sri Lankan's Bankruptcy) ৷ চিনের তরফে যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রজেক্ট (Chinese Belt & Road Initiative Projects) করা হচ্ছে, সেই প্রকল্পের আড়ালেই তারা এই কাজ করছে ৷ বিশেষজ্ঞদের তরফে এমনই দাবি করা হয়েছে ৷
গত 8 সেপ্টেম্বর ওয়ার্ল্ড কাউন্সিল ফর পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড কমিউনিটি ডায়ালগের তরফে একটি সম্মেলনের আয়োজন করা হয় ৷ সেখানে সারা বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশেষজ্ঞরা উপস্থিত হয়েছিলেন ৷ ওই সম্মেলনে চিনের এই ঋণের ফাঁদ নিয়ে আলোচনা হয় ৷
ওই কাউন্সিলের সভাপতি অ্যান্ডি ভারমাউট জানান, অনুন্নত দেশগুলিতে বেল্ট অ্যান্ড প্রকল্পের মাধ্যমে ঋণের ফাঁদে ফেলছে চিন (China) ৷ যে সব দেশ এই ফাঁদে পা দেয়নি, সেই সব দেশের প্রশংসাও করেছেন তিনি ৷
একই সঙ্গে তিনি বলেন, ‘‘চিন যেভাবে অনুন্নত দেশগুলিকে ঋণ দিচ্ছে, তার প্রেক্ষিতে শ্রীলঙ্কার (Sri Lanka) পরিস্থিতি সারা বিশ্বের জন্য খুবই উদ্বেগজনক হয়ে উঠেছে ৷ এটা খুবই গুরুত্বপূর্ণ ও বর্তমান সময়ের সমস্যা ৷’’ তিনি আরও জানান, চিনের কাছ থেকে ওই প্রকল্পে যে সমস্ত দেশ ঋণ নিচ্ছে, এর প্রভাব সেই সব দেশের উপর খারাপ ভাবে পড়ছে ৷
অন্যদিকে ওই সম্মেলনে উপস্থিত ছিলেন লেখক ও রাজনৈতিক দার্শনিক সিড লুক্কাসেন ৷ তাঁর কথায়, শ্রীলঙ্কা এই ফাঁদে পড়েছে ৷ তাদের বর্তমান পরিস্থিতি সকলকে সজাগ করে দিয়েছে ৷ কারণ, চিন এই ভাবে ঋণের ফাঁদে ফেলে উন্নয়নশীল দেশগুলির সরকারি ও বেসরকারি সম্পদে হস্তক্ষেপ করছে৷ আর এই ভাবে তারা সারা বিশ্বকে শাসন করতে চাইছে ৷
শ্রীলঙ্কার উদাহরণ টেনে তিনি জানান, শ্রীলঙ্কায় বন্দর তৈরির জন্য যে ঋণ চিন দিয়েছিল, তা ওই দেশ পরিশোধ করতে পারেনি ৷ এর ফলে 2116 সাল পর্যন্ত চিনের নিয়ন্ত্রণে চলে গিয়েছে ওই বন্দর ৷ এর অর্থ ভারত মহাসাগরে চিন একটি ভূ-রাজনৈতিক জায়গা তৈরি করতে সমর্থ হল ৷
তিনি আরও জানান, চিন বিশ্বের 64টি দেশে পরিবহণ ও বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্প তৈরি করছে ৷ এর জন্য তারা সাত ট্রিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে ৷ এই প্রকল্পগুলির অবস্থাও শ্রীলঙ্কার বন্দরের মতো হবে ৷ তাছাড়া চিন ইউরোপেও নিজেদের ভূ-রাজনৈতিক অবস্থান তৈরি করতে চাইছে ৷ সেটা হলে পরিস্থিতি খারাপ হবেই বলে তিনি মনে করছেন ৷
এই মতের যুক্তি হিসেবে তাঁর ব্যাখ্যা, আর্থিক বিষয়টি যারা নিয়ন্ত্রণ করতে পারে, তারাই বিশ্ব রাজনীতি (Geo Politics) নিয়ন্ত্রণ করে ৷ আবার যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা সংস্কৃতির উপর প্রভাব খাটাতে পারে ৷
আরও পড়ুন :অযাচিত চাপের বদলে শ্রীলঙ্কার প্রয়োজন সাহায্য, চিনা তরী নিয়ে তোপ দিল্লির