পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Shinzo Abe Passes Away: শেষরক্ষা হল না, মারা গেলেন  জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে - প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

শুক্রবারই পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে ৷ পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর (EX Japanese Prime Minister Shinzo Abe Passes Away) ৷

Shinzo Abe Passes Away
গুলিবিদ্ধ হয়ে প্রয়াত জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

By

Published : Jul 8, 2022, 2:44 PM IST

Updated : Jul 8, 2022, 4:40 PM IST

টোকিয়ো, 8 জুলাই: শেষরক্ষা হল না ৷ মারা গেলেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে (EX Japanese Prime Minister Shinzo Abe Passes Away) ৷ শুক্রবারই পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন তিনি ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ৷ তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ৷ সেখানেই কয়েক ঘণ্টা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর প্রয়াত হন শিনজো আবে ৷ তাঁর এই আকস্মিক প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শোক বার্তায় শিনজো আবেকে নিজের অত্যন্ত কাছের এক বন্ধু বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী ৷

আরও পড়ুন :বক্তৃতার মাঝেই গুলিবিদ্ধ, রীতিমতো সংকটজনক শিনজো আবে

শুক্রবার পশ্চিম জাপানের নারা শহরে বক্তৃতা চলাকালীন গুলিবিদ্ধ হন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী শিনজো আবে

জাপানের সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার কারণেই 67 বছর বয়সি আবের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ৷ তাঁর হৃদযন্ত্রও কাজ করা বন্ধ করে দেয় ৷ সবথেকে বেশি দিন জাপানের প্রধানমন্ত্রী পদে থেকে নজির গড়েছিলেন শিনজো আবে ৷ 2020 সালে শারীরিক অসুস্থতার কারণে নিজেই প্রধানমন্ত্রী পদ ছাড়েন তিনি ৷

1954 সালের 21 সেপ্টেম্বর জাপানের রাজধানী টোকিয়োতে জন্মগ্রহণ করেন শিনজো আবে ৷ তাঁর বাবার নাম শিনতারো আবে, তিনি জাপানের প্রাক্তন বিদেশমন্ত্রী ছিলেন ৷ তাঁর দাদু নবুসুকে কিশিও জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন ৷ মোটামুটি 1982 সাল নাগাদ রাজনীতিতে যোগ দেন আবে ৷ যুক্ত হন তৎকালীন ক্ষমতাসীন লিবেরাল ডেমোক্র্যাটিক পার্টির সঙ্গে ৷ 1993 সালে তিনি জাপানের আইনসভার সদস্য নির্বাচিত হন ৷ 2005 সালে তিনি তৎকালীন জাপানি প্রধানমন্ত্রী জুনিচিরো কোইজুমির মন্ত্রিসভায় ক্যাবিনেট সেক্রেটরি পদে আসেন ৷

আরও পড়ুন: পদ্মভূষণ থেকে গঙ্গা আরতিতে জড়িয়ে আবে, 'বন্ধু'র প্রয়াণে জাতীয় শোক ঘোষণা মোদির

2006 সালের 26 সেপ্টেম্বর প্রথমবারের জন্য শিনজো আবে জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ৷ তবে 2007 সালে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন ৷ এরপর 2012 সালে ফের জাপানের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি ৷ সেই থেকে 2020 সাল পর্যন্ত জাপানের প্রধানমন্ত্রী পদে ছিলেন শিনজো আবে ৷ মোট 4 বার জাপানের প্রধানমন্ত্রী পদে আসীন হন তিনি ৷ 2020 সালের 8 অগস্ট শারীরিক অসুস্থতার কারণে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন ৷ মনে করা হয় তাঁর আমলে জাপানে রাজনৈতিক ও আর্থিক স্থিতাবস্থা কায়েম হয়েছিল ৷

Last Updated : Jul 8, 2022, 4:40 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details