সমরকন্দ (উজবেকিস্তান), 15 নভেম্বর: ইউক্রেনে ডাক্তারি পড়তে গিয়েছিল কয়েক হাজার ভারতীয় পড়ুয়া ৷ কিন্তু 2021 সালে যুদ্ধ শুরু হলে ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে তাদের ৷ চূর্ণবিচূর্ণ হয়ে যায় চিকিৎসক হওয়ার স্বপ্ন ৷ সেসব কয়েকশো ছাত্রকে পড়ার সুযোগ করে দিল উজবেকিস্তান ৷ ইউক্রেনের হাজারেরও বেশি ভারতীয় ডাক্তারি পড়ুয়াদের স্থানান্তর করা হয়েছে সমরকন্দ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটিতে ৷
ইউক্রেনে থাকা ভারতীয় দূতাবাসের তরফে উজবেকিস্তানে ওই সমস্ত শিক্ষার্থীদের স্থানান্তরের বিষয়ে আবেদন করা হয় ৷ এরপরেই ভারতীয় পড়ুয়াদের জন্য দরজা খুলে দিল সমরকন্দ স্টেট মেডিক্যাল ইউনিভার্সিটি ৷ বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা অমিত ৷ রাশিয়া ইউক্রেনের উপর আক্রমণ চালালে সেসময় একটি বেসমেন্টে এক রাত কাটিয়েছিল তিনি । ভারত সরকারের 'অপারেশন গঙ্গা'র অধীনে তাঁকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল ৷
অমিত বলেন,"ভেবেছিলাম আমি দেশে ফিরে আসতে পারব না ৷ হয় মারা যাব বা ইউক্রেনে আটকা পড়ে থাকব । কিন্তু আমি ভারতে ফিরে আসি ৷ তখন আমি এবং আমার পরিবার স্বস্তি পেয়েছিলাম ৷ কিন্তু তারপরে চিন্তা বাড়ে পড়াশোনার ভবিষ্যত নিয়ে ৷ কী হবে এই ভেবে ঘুম উড়ে গিয়েছিল । আমি ইউক্রেনে আমার এমবিবিএসের তিন বছর শেষ করেছি ৷ আবার নতুন করে পড়া শুরু করা বা অন্য কিছু করার জন্য আমি তৈরি ছিলাম না ৷ আমি এরপরে উজবেকিস্তানে যাওয়ার সিদ্ধান্ত নিই ৷ সমরকন্দে থাকা খরচ ইউক্রেনের তুলনায় বেশি ৷ তবে তার পড়াশোনা চালিয়ে যেতে পেরে তিনি খুশি ।