পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Pilots Fall Asleep বিমান উড়ছে অটো পাইলটে, ঘুমিয়ে পড়লেন দুই চালক - ফ্লাইট ইটি343

মাঝআকাশে 37 হাজার ফুট উচ্চতায় ঘুমিয়ে পড়লেন ইথিওপিয়ান এয়ারলাইন্স (Ethiopian Airlines) সংস্থার একটি বিমানের দুই চালক (Pilots Fall Asleep) ৷ নির্ধারিত সময় করা হল না অবতরণ ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷

Ethiopian Airlines Pilots Fall Asleep At 37000 Feet and miss Landing
Pilots Fall Asleep বিমান উড়ছে অটো পাইলটে, ঘুমিয়ে পড়লেন দুই চালক

By

Published : Aug 19, 2022, 6:52 PM IST

আদ্দিস আবাবা (ইথিওপিয়া),19 অগস্ট: মাঝ-আকাশে একইসঙ্গে ঘুমিয়ে পড়লেন বিমানের দু'জন পাইলট ! যার জেরে নির্দিষ্ট সময় গন্তব্যে অবতরণই করতে পারল না সেই বিমান ! এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট মহলে ৷ কীভাবে একইসঙ্গে দুই বিমানচালক ঘুমিয়ে পড়লেন (Pilots Fall Asleep), তা নিয়ে শুরু হয়েছে কাটাছেঁড়া ৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত সোমবার ৷ যে বিমানটির চালকরা ঘুমিয়ে পড়েন, সেটি 'ইথিওপিয়ান এয়ারলাইন্স' (Ethiopian Airlines) সংস্থার ৷ 'বোয়িং 737' (Boeing 737) মডেলের যাত্রীবাহী বিমানটি উড়ান শুরু করেছিল সুদানের খারটৌম থেকে ৷ গন্তব্য ছিল, ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা ৷ ওই দিন নির্দিষ্ট সময়েই সংশ্লিষ্ট বিমানবন্দরের আকাশসীমায় ঢুকে পড়ে ফ্লাইট ইটি343 (Flight ET343) ৷ কিন্তু, এয়ার ট্রাফিক কন্ট্রোল (Air Traffic Control) বা এটিসি (ATC)-এর নির্দেশ পাওয়ার পরও অবতরণের প্রক্রিয়া শুরু না করায় দুই চালককে সতর্ক করা হয় ৷

আরও পড়ুন:Go First Flight উড়ানের একঘণ্টা পরেই বাজল বিপদঘণ্টা, কোয়েম্বাটুরে জরুরি অবতরণ গো ফার্স্টের বিমানের

পরবর্তীতে জানা যায়, বিমানটি যখন 37 হাজার ফুট উচ্চতায় উড়ছে, তখনই ঘুমিয়ে পড়েন দুই পাইলট ৷ কিন্তু, অটো পাইলট ব্যবস্থাপনার দৌলতে কোনও দুর্ঘটনা ঘটে ৷ নির্দিষ্ট গতিপথে বিমান তার নিজের মতো এগিয়ে গিয়েছে ! ফলে সময় মতো গন্তব্যে পৌঁছে গেলেও অবতরণের প্রক্রিয়া শুরু হয়নি ৷ পরে অবশ্য সেটিকে মাটিতে নামানো সম্ভব হয় ৷ এবং পরবর্তী উড়ান শুরুর আগে প্রায় আড়াই ঘণ্টা সেভাবেই দাঁড় করিয়ে রাখা হয় ৷

সংশ্লিষ্ট বিমানবন্দরের এটিসি-এর তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার সময় বিমানটির সঙ্গে সংযোগ স্থাপন করা সম্ভব হলেও দুই চালকের কাছ থেকে কোনও সাড়া মিলছিল না ৷ এদিকে, বিমানটির অবতরণের জন্য নির্ধারিত রানওয়ে পেরিয়ে যেতেই অটো পাইলটের সঙ্গেও সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ৷ সঙ্গে সঙ্গে বিপদ সঙ্কেত জানিয়ে অ্যালার্ম বেজে ওঠে ৷ সেই শব্দে অবশেষে ঘুম ভাঙে দুই পাইলটের ৷ পরিস্থিতি বুঝে তৎক্ষণাৎ বিমানের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেন তাঁরা ৷ নির্ধারিত সময়ের প্রায় 25 মিনিট পর বিমানটিকে অবতরণ করানো হয় ৷

স্বস্তির বিষয় হল, এই ঘটনায় একজনও হতাহত হননি ৷ বিমানটিরও কোনও ক্ষতি হয়নি ৷ সেটি সম্পূর্ণ নিরাপদভাবেই রানওয়ে ছুঁয়েছে ৷ প্রসঙ্গত, গত মে মাসে একই ঘটনা ঘটেছিল অন্য একটি বিমানের চালকদের সঙ্গে ৷ নিউ ইয়র্ক থেকে রোমগামী সেই বিমানটি 38 হাজার ফুট উচ্চতায় থাকাকালীন ঘুমিয়ে পড়েন দুই চালক ৷ বারবার কেন এমন ঘটনা ঘটছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details