নর্থ ক্যারোলিনা, 4 ডিসেম্বর: এ এক আজব যন্ত্র (Device) ! যার আবিষ্কার করেছেন আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের (Duke University) ইঞ্জিনিয়ররা ৷ এই যন্ত্র বা ডিভাইসের মাধ্যমে খুব সহজেই রক্তে মিশ্রিত সূক্ষ্মতম কণাগুলিকে (Tiniest Particles) খুঁজে বের করা এবং সেগুলিকে রক্ত থেকে আলাদা করা সম্ভব হবে ৷ এর জন্য ব্যবহার করা হবে শব্দ তরঙ্গ (Sound Waves) ৷ পুরো কাজটা সারতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট ! 'ভার্চুয়াল পিলার্স' (Virtual Pillars) নামক একটি তত্ত্বের উপর ভিত্তি করে এই ডিভাইস তৈরি করা হয়েছে ৷ ওয়াকিবহাল মহলের দাবি, এই আবিষ্কার বিজ্ঞানের গবেষণায় এবং আধুনিক চিকিৎসা ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে পারে !
এখানে রক্তে মিশ্রিত যে সূক্ষ্মতম কণা বা 'বায়োলজিক্য়াল ন্যানোপার্টিকলস' (Biological Nanoparticles)-এর কথা বলা হচ্ছে, তার পোশাকি নাম 'স্মল এক্সট্রাসেলুলার ভেসেলস' (Small Extracellular Vesicles) বা সেভস (SEVS) ৷ বিশেষজ্ঞরা বলছেন, আমাদের শরীরে বিভিন্ন রোগের বাড়বাড়ন্ত বহুলাংশে এই সেভসের উপরই নির্ভর করে ৷ সেটা কেমন ? আসলে আমাদের শরীর যেসমস্ত কোষের সমন্বয়ে গঠিত, তার প্রত্যেকটি থেকে এই সেভস নির্গত হয় ৷ পরবর্তীতে, একটি কোষের সঙ্গে অন্য কোষের সংযোগ স্থাপনে এবং একটি কোষ থেকে অন্য কোষে রোগ ছড়ানোর ক্ষেত্রে এই সেভসই দায়ী থাকে ৷ কিন্তু, উল্লেখিত নয়া ডিভাইসটির মাধ্যমে মাত্র 10 মিনিটেই রক্তে মিশ্রিত এই সেভসগুলিকে চিহ্নিত করা এবং সেগুলিকে টেনে বের করে আনা সম্ভব !