কিভ (ইউক্রেন), 10 অক্টোবর : ইউক্রেনে হামলার তীব্রতা ফের বাড়িয়েছে রাশিয়া (Russia) ৷ এই পরিস্থিতিতে ইউক্রেন নিয়ে সতর্ক ভারত সরকার ৷ তড়িঘড়ি ইউক্রেনের রাজধানী কিভে অবস্থিত ভারতীয় দূতাবাস (Embassy of India in Kyiv) থেকে বিজ্ঞপ্তি জারি করা হল ৷ সেই বিজ্ঞপ্তি অনুসারে, এই মুহূর্তে ইউক্রেনে (Ukraine) থাকা ভারতীয়দের অপ্রয়োজনে ওই দেশের বিভিন্ন স্থানে যাতায়াত না করতে বলা হয়েছে ৷ দূতাবাসের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলতেও বলা হয়েছে ৷
প্রসঙ্গত, সোমবার সকাল থেকে ইউক্রেনের উপর আক্রমণের তীব্রতা বাড়িয়েছে রাশিয়া ৷ ইউক্রেনের একাধিক শহরে ফের হামলা চালাতে শুরু করেছে ভ্লাদিমির পুতিনের দেশ ৷ অন্তত 75টি মিসাইল এদিন সকাল থেকে ছোড়া হয়েছে ইউক্রেনের বিভিন্ন শহরে (Russia launched 75 missiles at Ukraine) ৷ স্থানীয় সময় সকাল 8টা 15 মিনিটে প্রথম বিস্ফোরণ হয় বলে সোশ্যাল মিডিয়ায় জানান কিভের মেয়র ভিতালি ক্লিটস্কো ৷ গত 26 জুন কিভে শেষবার রাশিয়া হামলা চালিয়েছিল ৷ তার পর সোমবার আবার হামলা হল ৷