ওয়াশিংটন, 14 এপ্রিল: টুইটারের বোর্ডে যোগ দেওয়ার প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি টেসলার মালিক ইলন মাস্ক ৷ এবার তিনি তাঁর নতুন ইচ্ছার কথা জানালেন ৷ মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনে নেওয়ার প্রস্তাব দিয়েছেন মাস্ক (Elon Musk wants to buy Twitter) ৷ 41.39 বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে টুইটারের 100 শতাংশ শেয়ার কিনে নিতে চান বলে জানিয়েছেন তিনি ৷ তাঁর এই প্রস্তাবকে 'বেস্ট অ্যান্ড ফাইনাল' দর বলেও ব্যাখ্যা করেছেন ওই ধনকুবের ৷
টুইটারের বোর্ডে সদস্য হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে যেভাবে তিনি গোটা সংস্থাটিকেই কিনে নেওয়ার প্রস্তাব দিলেন তাতে আলোচনা শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক তথ্য-প্রযুক্তি ক্ষেত্রে ৷ ইলন মাস্কের প্রস্তাব অনুয়ায়ী, তিনি টুইটারের প্রতি শেয়ার পিছু 54.20 ডলার খরচ করচ করতে প্রস্তুত ৷ কিছুদিন আগেই টুইটারের 9.2 শতাংশ শেয়ার কিনেছিলেন মাস্ক ৷ তারপরেই তাঁকে টুইটারের বোর্ড সদস্য হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল ৷