ওয়াশিংটন, 13 জুলাই:এ কেমন বিদ্রুপ, খুব জোরে হাসছি । তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ায় ব্যঙ্গাত্মক টুইটেই টুইটারকে বিঁধলেন ইলন মাস্ক (Musk Reacts after Twitter Sues)৷ 9 জুলাই মার্কিন এই ধনকুবের টুইটারের সঙ্গে 44 বিলিয়ন মার্কিন ডলারের (4 হাজার 400 কোটি মার্কিন ডলার) চুক্তি বাতিল করে দেন ৷ সংস্থার তরফে মাইক্রোব্লগিং সংস্থার বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয় (Elon Musk tweets of irony after Twitter sues him) ৷
গত এপ্রিলে ইলন মাস্ক টুইটার কেনার জন্য শেয়ার পিছু 54.20 মার্কিন ডলার দর হাঁকেন ৷ তাতে এই কেনার চুক্তিটি পৌঁছয় প্রায় 4 হাজার 400 কোটি মার্কিন ডলারে ৷ এরপর মে মাসে ইলন তাঁর দলকে টুইটারের অ্যাকাউন্টের পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং ক্রয় থেকে থেকে পিছিয়ে আসেন ৷ টুইটারের দাবি ছিল, তাঁদের প্ল্যাটফর্মে 5 শতাংশেরও কম স্প্যাম বা বট অ্যাকাউন্ট ৷ কিন্তু সেই দাবি অস্বীকার করে সংস্থার প্রতি তথ্য প্রকাশে অস্বচ্ছতার অভিযোগ এনে শেষে সম্প্রতি টুইটার ক্রয়ের চুক্তি বাতিল করেছেন টেসলার মালিক ৷
আরও পড়ুন: টুইটার কিনে নিতে চান এলেন মাস্ক, দিলেন 41 বিলিয়ন মার্কিন ডলারের প্রস্তাব