পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Elon Musk Coca Cola Tweet : কোকাকোলা কিনে তাতে মাদক ফেরাবেন ! একের পর এক রহস্যময় টুইট ইলনের - Elon Musk Coca Cola Tweet

টুইটার তাঁর ৷ মুক্ত কণ্ঠে কথা বলার বার্তাও দিয়েছেন ইলন মাস্ক ৷ টুইটার কেনার পরে বিশ্বের অন্যতম জনপ্রিয় সফট ড্রিঙ্কস কিনবেন, জানিয়েছেন টুইটার-কর্তা ৷ আরও কী কী টুইট করেছেন ? মজা নাকি বাকস্বাধীনতা (Elon Musk Coca Cola Tweet) ?

Twitter owner Elon Musk promise to make fun
ইলন মাস্ক কোলা-কোলা কিনছেন ?

By

Published : Apr 28, 2022, 1:31 PM IST

ওয়াশিংটন, 28 এপ্রিল : মাস্ক নাকি এবার কোকাকোলা কোম্পানি কিনবেন ! সদ্য মাইক্রোব্লগিং সাইট টুইটার কিনেছেন তিনি ৷ এবার টুইট করে জানালেন কোকাকোলাও তাঁর হবে ৷ তারপর ম্যাকডোনাল্ডস ৷ টুইটার এখন তাঁর সম্পত্তি (Elon Musk Tweets of buying Coca Cola next after Twitter deal) ৷ বাকস্বাধীনতার পক্ষে বার্তা দিয়েছেন ধনকুবের ইলন মাস্ক ৷ এমনকি টুইটার যেন রাজনৈতিক দিক দিয়ে নিরপেক্ষ হয়, এই মত প্রকাশ করে টুইট করেছেন আজ ৷ তাঁর পরবর্তী লক্ষ্য কোকাকোলা, ম্যাকডোনাল্ডস, এগুলো কি সত্যি ? নাকি নিছক মজা ?

বিশ্বের অন্যতম জনপ্রিয় সফট ড্রিঙ্কস কোকাকোলা শুধু কেনাই নয়, ইলন এই ড্রিঙ্কসে মাদক কোকেন ফিরিয়ে আনবেন ৷ অর্থাৎ কোকাকোলা পানীয় খেলে মাদকের স্বাদ মিলবে ! এমনই সাহসী তাঁর টুইটার ৷ আরেকটি টুইটে লিখেছেন, "শোনো, আমি মিরাকল করতে পারব না ৷" এতে পুরনো আরেকটি টুইট ট্যাগ করেছেন ৷ যেখানে লেখা রয়েছে, "এবার আমি ম্যাকডোনাল্ডস কিনতে যাচ্ছি ৷ সব আইসক্রিম মেশিনগুলো বন্ধ করে দেব ৷" তবে প্রতিশ্রুতি দিয়েছেন, টুইটারটাকে সবচেয়ে বেশি মজার জায়গা বানিয়ে ফেলার ৷

আরও পড়ুন : Elon Musk on Twitter : টুইটারকে রাজনৈতিকভাবে নিরপেক্ষ রাখতে চান ইলন মাস্ক

মাস্ক বিশ্বের ধনীতম ব্যক্তি ৷ পাশাপাশি তিনি অভিনব এবং অদ্ভুত টুইট করার জন্যও বিখ্যাত ৷ তাঁর একাধিক টুইট অনেক সময় বিতর্ক তৈরি করেছে ৷ এমনকি 'বাকস্বাধীনতা'ও নেটিজেনদের মেরুকরণ করেছে ৷ সোমবারই নগদ 4 হাজার 400 কোটি মার্কিন ডলার দিয়ে টুইটার কিনে নিয়েছেন ইলন ৷ তাই তাঁর টুইটগুলো কি সত্যিই বাকস্বাধীনতার প্রতীক, মজার ছলে ? উত্তর দেবেন নেটিজেনরা ৷

ABOUT THE AUTHOR

...view details