পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Elon Musk: মাস্ককে একহাত নিল ইউক্রেন, টেসলা প্রধানের সমালোচনায় জেলেনস্কি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে ইলন মাস্কের টুইট পরামর্শের সামলোচনা কিভ প্রশাসনের ৷ সেই সঙ্গে টেসলার সিইও (Tesla CEO Elon Musk)-কে যে কোনও একটা পক্ষে থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি (Volodymyr Zelenskyy) ৷

Elon Musk Slammed by Ukrainian Officials Over Tweets on Russia-Ukraine War
Elon Musk Slammed by Ukrainian Officials Over Tweets on Russia-Ukraine War

By

Published : Oct 4, 2022, 12:40 PM IST

কিভ, 4 অক্টোবর: টেসলা সিইও ইলন মাস্ক (Tesla CEO Elon Musk)-কে একহাত নিল ইউক্রেন প্রশাসন ৷ সেই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও (Volodymyr Zelenskyy) ইলন মাস্ককে চুপ থাকার পরামর্শ দিয়েছেন ৷ প্রসঙ্গত, মস্কো ও কিভের মধ্যে চলা যুদ্ধ বন্ধ করতে কী করা উচিত ? তা নিয়ে পরামর্শ দিয়েছিলেন ইলন মাস্ক (Russia-Ukraine War) ৷ এরপরেই, টেসলার সিইও-কে একহাত নিয়েছেন ইউক্রেন প্রশাসনের আধিকারিকরা (Elon Musk Slammed by Ukrainian Officials) ৷

প্রসঙ্গত, ইলন মাস্ক তাঁর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ থামাতে একটি পোলিং শুরু করেন ৷ এই সংঘর্ষ থামাতে ইলন মাস্ক একাধিক উপায় সোশাল মিডিয়ায় দেন ৷ আর সেখানে ‘হ্যাঁ’ বা ‘না’ অপশন রাখেন ৷ তাঁর ফলোয়ারদের সেই উপায়গুলিতে ‘হ্যাঁ’ বা ‘না’ বেছে নিতে বলেন ৷ যার মধ্যে একটি অপশন ছিল, আনুষ্ঠানিকভাবে ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে সংযুক্ত করার অনুমতি দেওয়া ৷ আর এখানেই আপত্তি তুলেছে ইউক্রেনিয়ান প্রশাসন ৷

শুধু তাই নয়, ইলন মাস্ক একাধারে স্পেল-এক্স সংস্থারও সিইও ৷ মস্কোর সমর্থনে তিনি বলেন, ‘‘রাশিয়া সংহতি স্থাপনে আংশিক এগিয়ে এসেছে ৷ ক্রিমিয়া সংকটে পড়ার কারণেই রাশিয়া সম্পূর্ণ যুদ্ধ করতে এগিয়ে এসেছে ৷ দু’তরফে অনেকের মৃত্যু হয়েছে ৷ রাশিয়ায় ইউক্রেনের থেকে 3 গুণ জনসংখ্যা রয়েছে ৷ তাই ইউক্রেন তাঁর নাগরিকদের বাঁচাতে চাইলে শান্তি প্রার্থনা করুক ৷’’

আরও পড়ুন:পুতিনকে যুদ্ধ বন্ধ করতে আবেদন পোপ ফ্রান্সিসের

এরপরেই ইলন মাস্কের বিরুদ্ধে সোচ্চার হয়েছে ইউক্রেন প্রশাসন ৷ জার্মানিতে ইউক্রেনের প্রাক্তন রাষ্ট্রদূত অ্যান্ডরিজ মেলনেক ইলন মাস্ককে একহাত নেন ৷ ইলন মাস্কের বিরুদ্ধে বেশ কিছু অসংসদীয় শব্দের প্রয়োগ করেন তিনি ৷ পাশাপাশি, ইলন মাস্কের সংস্থা টেসলা-র গাড়ি যাতে ইউক্রেনিয়ানরা না কেনেন, সেই পরামর্শও দেন অ্যান্ডরিজ মেলনেক ৷ এ নিয়ে ইলন মাস্ককে একহাত নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ৷ তিনি টুইটে লেখেন, ‘‘একদল ইউক্রেনকে সমর্থন করছেন ৷ আর কেউ রাশিয়াকে ৷ আপনি কোনদিকে যেতে চান ইলন মাস্ক?’’

ABOUT THE AUTHOR

...view details