পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Twitter's New Logo Doge Meme: টুইটারের নতুন লোগোয় কুকুরের ছবি, কে এই ডগি মিম ? - Twitter Recent Update

টুইটার কেনার সঙ্গে সঙ্গে ছাঁটাই করতে শুরু করেন ৷ এরপর খোলাখুলি জানিয়ে দিয়েছিলেন পরীক্ষা-নিরীক্ষা চলবে ৷ তা যে চলছে আরও একবার বোঝা গেল ৷ টুইটারের চেনা ব্লু বার্ডের জায়াগায় এল ডগি ৷

Twitter Logo Doge Meme
টুইটারের লোগোয় কুকুর

By

Published : Apr 4, 2023, 9:43 AM IST

Updated : Apr 4, 2023, 10:30 AM IST

ওয়াশিংটন, 4 এপ্রিল: বদলাবেন, তিনি বদলাবেন ! টুইটার কেনার পরপরই পরিবর্তনের জমানা শুরু করেছিলেন ইলন মাস্ক ৷ সেই ধারা বজায় রাখছেন ধনকুবের তথা টুইটার-কর্তা ৷ এবারে টুইটারের নীল পাখির জায়গায় এল ডগি ৷ মাইক্রোব্লগিং সাইটের গ্রাহকরা এই বিষয়টি খেয়াল করে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন ৷

এই ডগি মিমটি ডগিকয়েন ব্লকচেন এবং ক্রিপটোকারেন্সির সময়ে ব্যবহার করা হত ৷ 2013 সাল নাগাদ এ নিয়ে অনেকে মজাও করতেন ৷ স্থানীয় সময় অনুযায়ী সোমবার হঠাৎ সেই ডগি মিমকে টুইটারের লোগোয় ফিরিয়ে আনেন মাস্ক ৷ এই পরিবর্তন সংক্রান্ত একটি পোস্টও দিয়েছেন টুইটার-কর্তা ৷ তাতে দেখা যাচ্ছে, ডগি মিম একটি গাড়িতে বসে আছে ৷ আর পুলিশ অফিসার গাড়ির লাইসেন্স পরীক্ষা করছেন এবং ব্লু টিকের ছবির দিকে তাকিয়ে আছেন ৷ এর উত্তরে ডগি বলছে, 'এটা পুরনো ছবি' ৷ তবে এই পরিবর্তনটি শুধুমাত্র টুইটারের ওয়েব ভার্সনে দেখা যাচ্ছে, মোবাইল অ্যাপে নয় ৷ প্রসঙ্গত, ডগিকয়েন ব্লকচেনের লোগো এই ডগি মিমটি তৈরি হয়েছিল বিটকয়েনকে নিয়ে মজা করার জন্য ৷

আরও পড়ুন: টুইটারে ব্লু-টিক খোয়াল নিউইয়র্ক টাইমস

26 মার্চ 2022 সালে এই পাখির লোগো পরিবর্তন নিয়ে ইলন মাস্ক ও এক অজ্ঞাতপরিচয় টুইটারেট্টির সঙ্গে একটি আলাপচারিতা হয় ৷ সেই স্ক্রিনশটটিও শেয়ার করেছেন টুইটারের সিইও ৷ তাতে দেখা যাচ্ছে, টুইটার কেনার আগে 2022 সালেই মাস্ক টুইট করেছিলেন, "টুইটার বাক স্বাধীনতার পক্ষে রয়েছে বলে জানিয়েছে ৷ কিন্তু তা মেনে চলতে ব্যর্থ হয়েছে ৷ এতে গণতন্ত্রকে খাটো করা হচ্ছে ৷ এর জন্য কী করা উচিত ?" এরপর ইলন প্রশ্ন করছেন, "কোনও নতুন প্ল্যাটফর্ম দরকার ?" আর অজ্ঞাতপরিচয় 'চেয়ারম্যান' নামক ব্যক্তিটি বলছেন, "টুইটারটা কিনে ফেলুন ৷"এরপর চেয়ারম্যান আরও লেখেন, "এবং পাখির লোগোটা পালটে একটা ডগির লোগো দিন ৷" এর উত্তরে অবশ্য মাস্ক মজা করে লিখেছেন, "হাহা, এটা কিন্তু বাজে হবে ৷

Last Updated : Apr 4, 2023, 10:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details