ওয়াশিংটন, 4 এপ্রিল: বদলাবেন, তিনি বদলাবেন ! টুইটার কেনার পরপরই পরিবর্তনের জমানা শুরু করেছিলেন ইলন মাস্ক ৷ সেই ধারা বজায় রাখছেন ধনকুবের তথা টুইটার-কর্তা ৷ এবারে টুইটারের নীল পাখির জায়গায় এল ডগি ৷ মাইক্রোব্লগিং সাইটের গ্রাহকরা এই বিষয়টি খেয়াল করে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেন ৷
এই ডগি মিমটি ডগিকয়েন ব্লকচেন এবং ক্রিপটোকারেন্সির সময়ে ব্যবহার করা হত ৷ 2013 সাল নাগাদ এ নিয়ে অনেকে মজাও করতেন ৷ স্থানীয় সময় অনুযায়ী সোমবার হঠাৎ সেই ডগি মিমকে টুইটারের লোগোয় ফিরিয়ে আনেন মাস্ক ৷ এই পরিবর্তন সংক্রান্ত একটি পোস্টও দিয়েছেন টুইটার-কর্তা ৷ তাতে দেখা যাচ্ছে, ডগি মিম একটি গাড়িতে বসে আছে ৷ আর পুলিশ অফিসার গাড়ির লাইসেন্স পরীক্ষা করছেন এবং ব্লু টিকের ছবির দিকে তাকিয়ে আছেন ৷ এর উত্তরে ডগি বলছে, 'এটা পুরনো ছবি' ৷ তবে এই পরিবর্তনটি শুধুমাত্র টুইটারের ওয়েব ভার্সনে দেখা যাচ্ছে, মোবাইল অ্যাপে নয় ৷ প্রসঙ্গত, ডগিকয়েন ব্লকচেনের লোগো এই ডগি মিমটি তৈরি হয়েছিল বিটকয়েনকে নিয়ে মজা করার জন্য ৷