সানফ্রান্সিসকো, 24 জুলাই: বদলে গেল টুইটারের নাম ৷ এই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের প্রধান ইলন মাস্ক টুইটারের নয়া নামকরণ করেছেন এক্স (X)৷ এর ফলে টুইটারের আইকনিক নীল পাখির জায়গায় এ বার দেখা যাবে ইংরেজির 'এক্স' অক্ষরটি ৷ সোমবার নিজের টুইটার হ্যান্ডেলে এই নয়া লোগোর উন্মোচন করেন মাস্ক ৷
টুইটারের সদর দফতরের বাইরে আলো দিয়ে 'এক্স' লেখা একটি ছবি শেয়ার করেছেন ইলন মাস্ক ৷ তিনি জানিয়েছেন, "অন্তবর্তীকালীন এক্স লোগো আজ পরে লাইভ হবে ৷"
নীল পাখি সরিয়ে এল 'এক্স': সোশাল মিডিয়া জায়ান্টের অফিসিয়াল অ্যাকাউন্টে এখন থেকেই দেখা যাচ্ছে এক্স লোগো ৷ ধীরে ধীরে সবার অ্যাকাউন্ট থেকে পরিচিত নীল পাখি সরে গিয়ে এসে গিয়েছে 'এক্স' লোগো ৷ আগেই মাস্ক বলেছিলেন যে, তিনি "টুইটার ব্র্যান্ড এবং ধীরে ধীরে সমস্ত পাখিকে বিদায়" দিতে চলেছেন ।
'সব পাখির বিদায় হবে': রবিবার ইলন মাস্ক টুইটারের লোগো পরিবর্তন করার পরিকল্পনা প্রকাশ করেছিলেন । একটি টুইটে তিনি উল্লেখ করেন যে, ছোট্ট নীল পাখির পরিবর্তে 'এক্স' শীঘ্রই আমরা ব্র্যান্ডিং করব এবং ধীরে ধীরে সব পাখির বিদায় হবে ।"