সান ফ্রান্সিসকো, 19 জানুয়ারি:অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য ব্লু টিক পরিষেবার দাম বাড়িয়ে দিল ইলন মাস্কের মালিকানাধীন টুইটার (Twitter Blue Tick Costlier)৷ এ বার থেকে ব্লু টিকের জন্য ব্যবহারকারীদের মাসে 11 ডলার করে দিতে হবে । ব্লু টিক পেতে টুইটার যে ব্লু প্ল্যানটি শুরু করেছিল সেখানে মাসে 8 ডলার বা বছরে 84 ডলার করে দিতে হত ৷
কোম্পানির হেল্প সেন্টার পেজে বলা হয়েছে, "ব্লু চেকমার্ক ব্যতীত টুইটারের সমস্ত ব্লু বৈশিষ্ট্যগুলি অবিলম্বে পাওয়া যাবে ৷ সাবস্ক্রাইব করা অ্যাকাউন্টগুলি পর্যালোচনা করে পুরো বিষয়টি নিশ্চিত করতে কিছুটা সময় লাগতে পারে ৷"
ব্লু চেকমার্কের মাধ্যমে টুইটার ব্লু বৈশিষ্ট্যগুলি গ্রাহকদের টুইটার অভিজ্ঞতা উন্নত এবং কাস্টমাইজ করার একটি সুযোগ এনে দিয়েছে ৷ এ গুলির মধ্যে রয়েছে কাস্টম অ্যাপ আইকন, কাস্টম নেভিগেশন, শীর্ষ প্রতিবেদন, আনডু টুইট, দীর্ঘ ভিডিয়ো আপলোড এবং আরও অনেক কিছু । টুইটার ব্লু প্ল্যানটি বর্তমানে ওয়েব, iOS, অথবা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও ব্রিটেনে শুধু অ্যান্ড্রয়েডে পাওয়া যাবে ।