নয়াদিল্লি, 18 নভেম্বর: একটি নির্দেশ এবং সেই নির্দেশের প্রেক্ষিতে কর্মচারীদের প্রতিবাদী সিদ্ধান্ত ৷ আর তার জেরেই খোদ নিজেকে নিয়েই মিম বন্যায় ভাসছে জনপ্রিয় মাইক্রো ব্লগিং সাইট টুইটার ৷ কয়েক ঘণ্টা আগেই ডেডলাইন বেঁধে কার্যত হুমকির সুরে টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ই-মেইল পাঠিয়েছেন সংস্থার কর্মীদের ৷ সেখানে বক্তব্য স্পষ্ট, নতুন টুইটার তৈরির জন্য প্রবল চাপের মধ্যে দীর্ঘ সময় কাজ করতে হবে কর্মীদের, যাঁরা তাতে রাজি নন তাঁদের তিন মাসের বিচ্ছেদ নোটিশ ধরানো হবে (Twitter employees layoffs) ৷ বার্তা স্পষ্ট, হয় অতিরিক্ত পরিশ্রম কর, নয় ইস্তফা দাও ৷ এরপরেই গণ ইস্তফা দিতে শুরু করেছেন টুইটারের কর্মীরা (twitter employees mass resignation) ৷ স্বাভাবিকভাবেই আশঙ্কা করা হচ্ছে এর প্রভাব পড়তে চলেছে টুইট পরিষেবায় (employees quit from twitter) ৷
এই বিষয়টি নিয়েই শুরু হয়েছে আশঙ্কা ও তাকে কেন্দ্র করে বিভিন্ন মিমের বন্যা ৷ তাহলে কী বন্ধ হয়ে যাবে টুইটার! দেহ রাখতে চলেছে জনপ্রিয় এই সামাজিক মাধ্যমটি ৷ এই নিয়ে শুক্রবার সকাল থেকে উথাল-পাথাল নেট দুনিয়া ৷ পরিস্থিতি এমন যে টুইটারেই ট্রেন্ড করছে রিপ টুইটার, গুডবাই টুইটারের মতো হ্যাসট্যাগগুলি (Rip twitter trends on twitter) ৷ যদিও এর পালটা দিতে নিজেও একটি ছবি পোস্ট করেছেন মাস্ক (Elon Musk hits back as RIP Twitter trends)৷