সান ফ্রান্সিসকো, 16 নভেম্বর: টুইটার একটি সফ্টওয়্যার ৷ হৃদয়ের দিক থেকে এটি সার্ভার কোম্পানি ৷ টুইটার চায় যে তার কর্মচারীরা বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যেই সিদ্ধান্ত নিন যে, তাঁরা এই ব্যবসার অংশ থাকতে চান কি না (Musk Gives Workers Deadline)৷ কর্মীদের ই-মেইল পাঠিয়ে এই ডেডলাইন বেঁধে দিলেন টুইটারের নয়া মালিক ইলন মাস্ক (Elon Musk)৷
মাস্ক লিখেছেন যে, "একটি যুগান্তকারী টুইটার 2.0" তৈরি করতে কর্মচারীদের "অত্যন্ত কর্মঠ হতে হবে" এবং এর সাফল্যের জন্য প্রবল চাপ নিয়ে দীর্ঘ সময় কাজের প্রয়োজন হবে ৷ মাস্ক আরও বলেন, দলের অধিকাংশ জুড়ে থাকা যে কর্মীরা "দারুণ কোড" লেখেন, তাঁদের নিয়ে টুইটার অনেক বেশি ইঞ্জিনিয়ারিং-চালিত হবে ৷
গত অক্টোবরের শেষের দিকে সান ফ্রান্সিসকো কোম্পানির 44 বিলিয়ন ডলারের টেকওভার সম্পন্ন করেছেন এই বিলিয়নেয়ার ৷ ইতিমধ্যেই 4 নভেম্বর ই-মেইলের মাধ্যমে তাঁর বেশিরভাগ পূর্ণ-সময়ের কর্মীকে বরখাস্ত করেছেন মাস্ক ৷ কন্ট্রাক্টে থাকা বহু কর্মীর সঙ্গে চুক্তি তিনি বাতিল করেছেন ৷
আরও পড়ুন:টুইটার ব্লু টিক সম্ভবত আগামী সপ্তাহের শেষে ফিরে আসবে, জানালেন মাস্ক
"নতুন টুইটারের" অংশ হতে চাইলে ই-মেলে দেওয়া একটি লিংকে কর্মীদের হ্যাঁ-তে ক্লিক করতে বলেছেন ইলন মাস্ক । তিনি বলেন, কর্মীদের বৃহস্পতিবার বিকাল 5টা পর্যন্ত জবাব দেওয়ার জন্য সময় দেওয়া রয়েছে । মেইলে বলা হয়েছে, যে কর্মচারীরা সেই সময়ের মধ্যে উত্তর দেবেন না, তাঁদের তিন মাসের বিচ্ছেদ নোটিশ দেওয়া হবে ৷ মাস্ক কর্মীদের উদ্দেশে লিখেছেন, "আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, টুইটারকে সফল করার জন্য আপনার প্রচেষ্টার জন্য আপনাকে ধন্যবাদ ৷"