নয়াদিল্লি, 13 মে: টুইটারের নতুন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন এনবিসি ইউনিভার্সালের গ্লোবাল অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপের চেয়ারম্যান লিন্ডা ইয়াকারিনো ৷ শুক্রবার এ কথা নিশ্চিত করলেন ইলন মাস্ক ৷ টুইটারে এই খবর জানিয়ে তিনি বলেন যে তিনি উচ্ছ্বসিত ৷
শুক্রবার টুইটারে তিনি লিখেছেন, "টুইটারের নতুন সিইও হিসাবে লিন্ডা ইয়াকারিনোকে স্বাগত জানিয়ে আমি উচ্ছ্বসিত ! তিনি প্রাথমিকভাবে ব্যবসায়িক ক্রিয়াকলাপের দিকে মনোনিবেশ করবেন, আর আমি প্রডাক্টের ডিজাইন এবং নতুন প্রযুক্তিতে ফোকাস করব ৷"
তিনি আরও বলেন, এই প্ল্যাটফর্মটিকে এক্স অর্থাৎ পুরোটাই অ্যাপে রূপান্তর করতে লিন্ডার সঙ্গে কাজ করার জন্য তিনি উন্মুখ হয়ে রয়েছেন ৷ মাস্কের ভূমিকা এ বার হবে প্রডাক্ট, সফ্টওয়্যার এবং সিস্টেম অপারেশনের তত্ত্বাবধান ৷ তিনি প্রশাসনিক ক্ষেত্রে ও সিটিও হিসাবে কাজ করবেন । ইয়াকারিনো প্রায় 2,000 কর্মীর দেখাশোনা করেন, যা টুইটারের বর্তমান কর্মীর সংখ্যার প্রায় সমান ৷ গত বছরের শেষের দিকে 44 বিলিয়ন মার্কিন ডলারে টুইটার টেকওভারের পরে ইলন মাস্ক ব্যাপকভাবে কর্মী বরখাস্ত করার পর বর্তমানে টুইটার কর্মীর সংখ্যা অনেকটা কমেছে ৷