ওয়াশিংটন, 19 নভেম্বর:প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে (Donald Trump) কি টুইটারে (Twitter) ফিরিয়ে আনা উচিত ? টুইটার ব্যবহারকারীদের কাছ থেকেই এর জবাব চেয়েছেন সংস্থার নয়া মালিক ইলন মাস্ক (Elon Musk) ৷ এর জন্য টুইটারেই ভোটাভুটির (Twitter Poll) বন্দোবস্ত করেছেন তিনি ৷ প্রসঙ্গত, টুইটারের মালিকানা খাতায় কলমে হাতে নেওয়ার আগেই টুইটার থেকে ট্রাম্পকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন মাস্ক ৷ বার্তা দিয়েছিলেন, ট্রাম্পকে টুইটারে ফিরিয়ে আনার ৷ এমনকী, জবাবে ট্রাম্পও তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছিলেন ৷ আর গত কয়েকদিন ধরে ট্রাম্পকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ৷ তা সে তাঁর প্রশাসনিক ক্ষমতায় ফেরার সম্ভাবনা হোক কিংবা টুইটারের ভার্চুয়াল মঞ্চে ফেরার অনুকূল পরিস্থিতি ৷
প্রসঙ্গত, টুইটারে ইলন মাস্কের নিজের ফলোয়ারের সংখ্যা 116 মিলিয়নেরও বেশি ৷ এহেন ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে করা ভোটাভুটি প্রসঙ্গে একটি টুইট করেন ৷ লেখেন, "প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পকে কি ফেরানো হবে ? হ্যাঁ অথবা না ৷" অন্য একটি টুইটে লাতিন ভাষার একটি প্রবাদ পোস্ট করেন মাস্ক ৷ তিনি লেখেন, "ভক্স পপুলি, ভক্স দেই" ৷ যার অর্থ হল, "জনগণের বাণীই ঈশ্বরের বাণী" ৷ শেষ পাওয়া খবর অনুসারে, এই অনলাইন ভোটাভুটির সময়সীমা শেষ হওয়ার 14 ঘণ্টা আগে পর্যন্ত 83 লক্ষ 21 হাজার 459টি ভোট নথিভুক্ত হয়েছে ৷