নয়াদিল্লি, 26 অক্টোবর: আটজন ভারতীয় নৌসেনার প্রাক্তন আধিকারিককে মৃত্যুদণ্ড দিল কাতারের একটি আদালত ৷ 2022 সালের অগস্টে ওই আট আধিকারিককে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল ৷ গত একবছরে বেশ কয়েকবার তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত ৷ তারপরেই এদিন মৃত্যুদণ্ডের রায় শুনিয়েছে আদালত ৷ আচম্বিত এই ঘটনায় কার্যত হতবাক দেশের বিদেশমন্ত্রক ৷ তারপরেই একটি বিবৃতি জারি করা হয়েছে বিদেশমন্ত্রকের তরফে ৷
ওই বিবৃতিতে বিদেশমন্ত্রক বলেছে, ‘‘ঘটনায় আকস্মিকতায় আমরা স্তম্ভিত ৷ ঘটনাক্রমের উপর নজর রাখা হচ্ছে ৷ রায়ের বিস্তারিত কপির জন্য অপেক্ষা করছে বিদেশমন্ত্রক ৷ আট নৌসেনা আধিকারিকের পরিবার ও আমাদের আইনি পরামর্শদাতাদের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে ৷ আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে ৷’’
কাতার সরকারের অভিযোগ, ওই আট ব্যক্তি কাতারের গোপন নৌ-প্রকল্পে গুপ্তচরবৃত্তি করছিলেন । দোষী ব্যক্তিরা হলেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত এবং নাবিক রাগেশ গোপাকুমার । প্রত্যেকেই অবসরের পর দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসালটেন্সি সার্ভিসেস নামক একটি প্রাইভেট ফার্মে কাজ করতেন ৷ সংস্থাটি কাতারের সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণ এবং অন্যান্য পরিষেবা দেয় ।
আরও পড়ুন: গোপনীয় তথ্য পাচার করে চিনের চরবৃত্তি ! গ্রেফতার মার্কিন নৌবাহিনীর 2 নাবিক