প্যারিস, 12 অগস্ট:আইফেল টাওয়ারে বোমাতঙ্ক ৷ স্থানীয় সময়ানুযায়ী শনিবার দুপুরে বোমাতঙ্ক ছড়ায় ফ্রান্সের রাজধানী প্যারিসের এই জনপ্রিয় পর্যটনস্থলে ৷ ফ্রান্সের সংবাদপত্র লে প্যারিসেনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, শনিবার করে এমনিতেই সেখানে পর্যটকদের ভিড় থাকে, তার উপর এই সপ্তাহে পরপর টানা কিছু ছুটি থাকায় এদিন ভিড় বেশি ছিল আইফেল টাওয়ার চত্বরে ৷ তাই নিরাপত্তার স্বার্থে প্রায় 2 ঘণ্টা এই পর্যটনস্থলটি বন্ধ রেখে তল্লাশি চালানো হয় ৷
প্যারিস পুলিশ জানিয়েছে এদিন দুপুর 12টা নাগাদ বোমাতঙ্ক ছড়ায় আইফেল টাওয়ারে ৷ 12টা 15 এর মধ্যে ফাঁকা করে দেওয়া হয় ওই চত্বর ৷ পর্যটকদেরও নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় ৷ অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয় এলাকায়, ঘুরিয়ে দেওয়া হয় ওই এলাকা দিয়ে যাতায়াতকারী গাড়ির অভিমুখ ৷ খালি করানো হয় আইফেল টাওয়ারের সবকটি তল, ফোরকোর্ট, সংলগ্ন রেস্তোঁরাগুলিকে ৷ যদিও তল্লাশির পর কিছু মেলেনি ৷ 2 ঘণ্টা পর আবার ওই পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় ৷