পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas War: প্যালেস্তিনীয়দের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে মিশর থেকে গাজায় ঢুকছে শতাধিক ট্রাক

Egypt-Gaza Border Crossing Opens for Aid Flow to Palestinians: গাজায় বসবাসকারী প্যালেস্তিনীয়দের জন্য ত্রাণ সামগ্রী সরবরাহ করতে মিশরের দিকে গাজার সীমান্ত খুলে দেওয়া হল ৷ তার পরেই মিশরের দিকে আটক থাকা প্রায় 200টি ট্রাক 3 হাজার টন ত্রাণ নিয়ে গাজায় ঢুকতে শুরু করেছে ৷

By ETV Bharat Bangla Team

Published : Oct 21, 2023, 6:27 PM IST

ETV BHARAT
ETV BHARAT

রাফাহ (গাজা স্ট্রিপ), 21 অক্টোবর: শনিবার মিশর এবং গাজা সীমান্ত খুলে দেওয়া হল ত্রাণ সামগ্রী সরবরাহের জন্য ৷ প্যালেস্তিনীয়দের প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী সরবরাহ করার জন্য যুদ্ধের প্রায় দু’সপ্তাহ পর গাজা ও মিশরের সীমান্ত খুলে দেওয়া হয়েছে ৷ ইজরায়েল-গাজার মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা ও মিশরের সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছিল ইজরায়েলের তরফে ৷

গাজার 2.3 মিলিয়ন প্যালেস্তিনীয়দের মধ্যে অর্ধেকের বেশি তাঁদের বাড়িঘর ছেড়ে পালিয়ে এসেছেন ত্রাণ শিবিরে ৷ এমনকি অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে আত্মগোপন করেছেন প্রাণে বাঁচার তাগিদে ৷ আর তাঁদের মধ্যে অধিকাংশকে পচা খাবার ও জল খেতে হচ্ছে ৷ এমনকি হাসপাতালগুলির পরিস্থিতিও খুবই খারাপ ৷ সেখানে প্রয়োজনীয় জরুরি ওষুধ প্রায় শেষ ৷ এমনকি হাসপাতালগুলিতে বিদ্যুৎ সংযোগ বন্ধ ৷ এই অবস্থায় জেনারেটর চালানোর জন্য পর্যাপ্ত জ্বালানিও হাসপাতালগুলির কাছে নেই ৷

হামাসের বিরুদ্ধে গতকাল থেকে আকাশপথে হামলার গতি বাড়িয়েছে ইজরায়েল ৷ কিন্তু, তা সত্ত্বেও ইজরায়েলে প্যালেস্তাইনের রকেট হামলা কমেনি ৷ এ দিন মিশর ও গাজার সীমান্ত খুলে দেওয়ার ক্ষেত্রেও নানান কূটনৈতিক টালবাহানা চলেছে ৷ একসপ্তাহের বেশি কূটনৈতিক বাদানুবাদ এবং মধ্যস্থতাকারীদের মধ্যে বাক্যালাপের পর আজ প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য মিশর সীমান্ত খুলে দেওয়া হয়েছে ৷ তবে, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাষ্ট্রসংঘের সাধারণ সচিব অ্যান্তেনিয়ো গুতেরেস ওই অঞ্চল সফর করার পর, পরিস্থিতিতে সাময়িক বদল এসেছে ৷

আরও পড়ুন:গাজায় বোমা বর্ষণ জারি, স্থলাভিযানের ইঙ্গিত ইজরায়েলের!

যদিও ইজরায়েল দাবি করেছিল, যতক্ষণ না হামাসের হাতে বন্দি প্রায় 200 জনকে মুক্তি না দেওয়া হচ্ছে এবং ইজরায়লের বিমান হামলায় প্যালেস্তাইনের ক্রস ফায়ারিং বন্ধ হবে, ততক্ষণ পর্যন্ত কিছুই গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না ৷ প্রায় 3,000 টন ত্রাণ নিয়ে 200 টিরও বেশি ট্রাক এতদিন মিশরের দিকে সীমান্তে অপেক্ষ করছিল ৷ সেগুলি এ দিন প্যালেস্তাইনের গাজা ভূখণ্ডের দিকে যেতে শুরু করেছে ৷ সেই সঙ্গে ইজরায়েলের সঙ্গে হামাসের এই যুদ্ধ থেকে বাঁচতে শতাধিক বিদেশি পাসপোর্ট থাকা মানুষ গাজা সীমান্তে আটকে ছিলেন ৷ এ দিন মিশরের দিক থেকে ত্রাণ গাজা দিকে যেতেই হাততালি দিয়ে সকলে ধন্যবাদ জানায় ৷

(খবর সূত্র- সংবাদসংস্থা অ্যাসোসিয়েট প্রেস)

ABOUT THE AUTHOR

...view details