অঙ্কারা/জাকার্তা, 24 ফেব্রুয়ারি: ফের ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ৷ সিরিয়া সীমান্ত সংলগ্ন দক্ষিণ তুরস্কের হাতায় প্রদেশে বৃহস্পতিবার সন্ধ্যে 6 টা 53 মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয় (Earthquake Hits Southern Turkey) ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5 ৷ হাতায় প্রদেশের ডেফনে জেলায় ভূ-পৃষ্ঠ থেকে 9.76 কিলোমিটার গভীরে কম্পনের উৎসস্থল ছিল বলে জানা গিয়েছে ৷ অন্যদিকে, ইন্দোনেশিয়ার পূর্বপ্রান্তের উত্তর মালুকু প্রদেশে শুক্রবার ভোররাত 3টে 2 মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে (Earthquake in Indonesia) ৷ রিখটার স্কেলে যার মাত্রা ছিল 6.8 ৷ এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷
ইন্দোনেশিয়ার এই ভূমিকম্পের উৎসস্থল ছিল মোরোতাই দ্বীপের 133 কিলোমিটার উত্তর-পশ্চিমে ৷ জানা গিয়েছে সমুদ্র থেকে 112 কিলোমিটার গভীরে এর উৎসস্থল ছিল ৷ ইন্দোনেশিয়ার আবহাওয়া বিভাগ জানিয়েছে ভূমিকম্পের উৎসস্থল সমুদ্রতলে হলেও, সুনামি হয়নি ৷ ফলে ভূমিকম্পের ভয়াবহ প্রভাব থেকে বেঁচে গিয়েছে এই দ্বীপরাষ্ট্র ৷ এই ভূমিকম্পের তীব্রতা সবচেয়ে বেশি অনুভূত হয়েছে কাছের উত্তর সুলাওয়েসি প্রদেশে ৷ ইন্দোনেশিয়ার জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, এই ভূমিকম্পের কারণে কোনও বহুতলের ক্ষতি হয়নি ৷