সানজোসে, 5 এপ্রিল: ফের ভূমিকম্প ৷ এবার কোস্টারিকার রাজধানী সানজোসেতে ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বুধবার এই ভূকম্পন হয় ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত এই দ্বীপে ৷ বুধবার ভোররাত আনুমানিক 3.50 মিনিট নাগাদ এই ভূমিকম্প হয় ৷ রিখটার স্কেলে এর তীব্রতা 6.4 ৷ মাটির 31 কিলোমিটার গভীরে হয়েছে ৷ ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতি কী হয়েছে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি ।
বছরের প্রথম দিকে ফেব্রুয়ারি মাসের 6 তারিখে ভূমিকম্পে কেঁপে ওঠে দক্ষিণ তুরস্ক ও সিরিয়ার উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকা ৷ ওইদিন ভোরে মানুষ যখন গভীর ঘুমে, সেই সময় কেঁপে ওঠে বিস্তীর্ণ এলাকা ৷ প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল 7.8 ৷ এর রেশ কাটতে না কাটতেই 9 ঘণ্টার মধ্যে দ্বিতীয় ভূমিকম্প হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 7.5 ৷ ধ্বংসস্তূপে পরিণত হয় তুরস্কের দক্ষিণাঞ্চল এবং সিরিয়ার উত্তর ভাগ ৷ ভূমিকম্প থামলেও আফটারশক অর্থাৎ ভূমিকম্প-পরবর্তী কম্পনে বারে বারে কেঁপে উঠেছে এলাকা ৷ এমনিতেই ভূমধ্যসাগর তীরবর্তী তুরস্ক ও সিরিয়া- দু'টি দেশই ভূমিকম্পপ্রবণ ৷ এর মধ্যে তুরস্কের গাজিয়ানতেপের কাছে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল ৷ যেখানে বাড়িগুলি ভূমিকম্প প্রতিরোধকারী প্রযুক্তিতে তৈরি করা হয়নি ৷ তাই এই অঞ্চলটিতে বহু বহু বাড়ি, অফিস ভেঙে পড়ে ৷