নয়াদিল্লি, 8 ফেব্রুয়ারি: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে ভারত ৷ তুরস্কে সাহায্য পাঠাতে ও সেখানে উদ্ধারকার্য চালাতে ভারত শুরু করেছে ‘অপারেশন দোস্ত’ (Operation Dost) ৷ এটা ছাড়াও সিরিয়াতেও সবরকম সাহায্য করা হচ্ছে বলে বুধবার জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar) ৷ এদিন তিনি এই নিয়ে একাধিক টুইট করেছেন ৷ সেখানেই তিনি এই কথা বলেছেন ৷
সোমবার ভোরে তুরস্কের দক্ষিণ অংশে সিরিয়া সীমান্ত বরাবর এলাকায় ভয়াবহ ওই ভূমিকম্প হয় ৷ এখনও পর্যন্ত মৃত্যুর সংখ্যা কয়েক হাজার পেরিয়ে গিয়েছে ৷ প্রভাব পড়েছে সিরিয়াতেও ৷ বিপর্যয়ের কয়েক ঘণ্টা পরই টুইট করে তুরস্কের পাশে থাকার আশ্বাস দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ৷ তার পরই তুরস্ককে সাহায্য করতে ‘অপারেশন দোস্ত’ শুরু করে ভারত ৷
সেই বিষয়টি টুইট করে জানান বিদেশমন্ত্রী ৷ তিনি লেখেন, "অপরাশেন দোস্তের অধীনে ভারত অনুসন্ধান ও উদ্ধারকারী দল, একটি ফিল্ড হাসপাতাল, উপকরণ, ওষুধ ও সরঞ্জাম তুরস্ক ও সিরিয়াতে পাঠাচ্ছে ।’’ তিনি একই সঙ্গে জানিয়েছেন, এই অভিযান চলতে থাকবে ৷ জানা গিয়েছে, মঙ্গলবার ওই দুই দেশে মানবিক সহায়তা ও দুর্যোগের ত্রাণের অংশ হিসাবে ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল টিমের 54 জন সদস্য পাঠিয়েছে ভারত ৷ এই নিয়ে চারটি দল গেল ভারত থেকে ৷