পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Jaishankar-Blinken Meeting: ভারত-কানাডা সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বিশ্বের পরিস্থিতি নিয়ে বৈঠক জয়শংকর ও ব্লিংকেনের - রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন

Jaishankar-Blinken Discuss Global Developments: পাঁচদিনের মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ প্রথমে তিনি নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন ৷ সেখান থেকে তিনি গিয়েছেন ওয়াশিংটন ডিসিতে ৷ বৈঠক করেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ৷ মার্কিন প্রশাসনের শীর্ষনেতাদের সঙ্গে আরও কয়েকটি বৈঠক করবেন তিনি ৷

Jaishankar-Blinken Meeting
Jaishankar-Blinken Meeting

By ETV Bharat Bangla Team

Published : Sep 29, 2023, 1:28 PM IST

ওয়াশিংটন, 29 সেপ্টেম্বর: খালিস্তানি জঙ্গি খুনের ঘটনা ঘিরে ভারত ও কানাডার মধ্যে যখন কূটনৈতিক সম্পর্ক টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় বিদেশমন্ত্রী এস জয়শংকর বৈঠক করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ৷ সেখানে বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়ে এই দুই নেতার মধ্যে আলোচনা হয়েছে ৷ পাশাপাশি দুই দেশের মধ্যে একটা ‘টু প্লাস টু’ বৈঠক আয়োজন করা নিয়ে প্রাথমিক কথাবার্তা হয়েছে দু’জনের মধ্যে ৷

জয়শঙ্কর এখন ওয়াশিংটন ডিসিতে পাঁচ দিনের সরকারি সফরে রয়েছেন । নয়াদিল্লিতে সাম্প্রতিক জি-20 শীর্ষ সম্মেলনের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের প্রথম বৈঠক ৷ এই সফর নিয়ে ভারতের বিদেশমন্ত্রী এক্স-এ পোস্ট করেছেন ৷ সেখানে তিনি লিখেছেন, "আজ বিদেশ দফতরে আমার বন্ধু মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশসচিব ব্লিংকেনের সঙ্গে দেখা করে খুব ভালো লাগলো । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জুনের সফর যে আলোচনা হয়েছিল, সেটাই বিস্তারিতভাবে এগিয়ে নিয়ে যাওয়া হল ৷ এছাড়াও বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়েও মত বিনিময় হয়েছে । খুব শীঘ্রই আমাদের মধ্যে টু প্লাস টু বৈঠক করা নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে ৷’’

নয়াদিল্লি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এই মন্ত্রী পর্যায়ের ‘টু প্লাস টু’ বৈঠকের পঞ্চম সংস্করণের আয়োজন করবে বলে জয়শংকর বৃহস্পতিবার ঘোষণা করেছেন । তিনি বৈঠকের তারিখ প্রকাশ না করলেও নভেম্বরের প্রথমার্ধে মন্ত্রী পর্যায়ের এই বৈঠক হবে বলে জানা গিয়েছে । মার্কিন প্রতিনিধিদলের প্রতিনিধিত্ব করবেন ব্লিংকেন এবং প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন । জয়শংকর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ।

বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ দফতরের সদর কার্যালয়ে ব্লিংকেন স্বাগত জানান জয়শংকরকে ৷ সেই সময় জয়শংকর তাঁকে বলেন, ‘‘আমি আসলে টু প্লাস টু বৈঠকের জন্য আপনাকে দিল্লিতে দেখার অপেক্ষায় রয়েছি ৷’’ উল্লেখ্য, মন্ত্রী পর্যায়ের এই ‘টু প্লাস টু’ বৈঠক শেষবার হয়েছিল গত 11 এপ্রিল ৷ বৈঠকের স্থান ছিল ওয়াশিংটন ডিসি ৷ এই ধরনের বৈঠকের সূচনা হয়েছিল ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট থাকার সময় ৷ প্রথম বৈঠক হয় 2018 সালের 6 সেপ্টেম্বর ৷ প্রথম বৈঠক আয়োজিত হয়েছিল নয়াদিল্লিতে ৷

জয়শংকর সোশাল মিডিয়ায় আরও লিখেছেন, প্রযুক্তি-সহ ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে সহযোগিতামূলক পরিস্থিতি তৈরি করতে এই আলোচনা হবে ৷ পাশাপাশি তিনি উল্লেখ করেছেন যে কর্পোরেট জগতে এখন ভারতকে নিয়েই বেশি আলোচনা হচ্ছে ৷ তাই এই নিয়ে তিনি গর্ববোধ করছেন ৷ সময়ের সঙ্গে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কের উন্নতি আরও সম্ভাবনা তৈরি করবে বলেও দাবি করেছেন জয়শংকর ৷

এ দিকে ভারত-মার্কিন এই দ্বিপাক্ষিক বৈঠকে খালিস্তানি জঙ্গি হত্যা নিয়ে কোনও আলোচনা হয়েছে কি না, তা জানা যায়নি ৷ কারণ, উভয়পক্ষই এই নিয়ে নীরবতা বজায় রেখেছে ৷ মার্কিন বিদেশ সচিব ব্লিংকেন এই নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেন ৷

বরং তিনি জয়শংকরের সঙ্গে বৈঠক নিয়ে বেশি কথা বলেন ৷ জি20 সম্মেলন ও নিউ ইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে দু’জনের সাক্ষাতের বিষয়ে উল্লেখ করেন ৷ জয়শংকরের সঙ্গে পর পর এতগুলি সাক্ষাৎ নিয়ে তিনি উচ্ছ্বাসও প্রকাশ করেন ৷ জয়শংকরও জি20 শীর্ষ সম্মেলনের সময় ভারতকে করা মার্কিন সহায়তার জন্য ধন্যবাদ জানান ৷

উল্লেখ্য, গত বুধবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর নিউ ইয়র্কে পৌঁছান ৷ সেখানে তিনি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেন ৷ তার পর তিনি ওয়াশিংটন ডিসিতে পৌঁছান ৷ সেখানে তাঁরা মার্কিন প্রশাসনের শীর্ষনেতাদের সঙ্গে একাধিক বৈঠক করার কথা ৷ তার মধ্যে একটি বৈঠক তিনি বৃহস্পতিবার করেছেন মার্কিন বিদেশসচিব অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ৷

আরও পড়ুন:হরদীপ সিং নিজ্জারের হত্যা, ট্রুডোর অভিযোগের জবাব দিলেন জয়শঙ্কর

ABOUT THE AUTHOR

...view details