লন্ডন, 16 নভেম্বর: খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার খুনের ঘটনায় ভারত সরকারের এজেন্ট জড়িত ৷ কানাডা সরকারের এই অভিযোগের তদন্তের বিষয়টি উড়িয়ে দিচ্ছে না ভারত ৷ বুধবার লন্ডনে এই কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ৷ তবে তাঁর দাবি, ভারতের বিরুদ্ধে কানাডার যে অভিযোগ, তার সমর্থনে তারা প্রমাণ পেশ করুক ৷
বিদেশমন্ত্রী জয়শঙ্কর 11-15 নভেম্বর পর্যন্ত ব্রিটেন সফরে গিয়েছিলেন ৷ এদিন 'হাউ আ বিলিয়ন পিপল সি দ্য ওয়ার্ল্ড হিয়ার' শীর্ষক একটি আলোচনা সভায় অংশ নেন তিনি ৷ বর্ষীয়ান সাংবাদিক লিওনেল তাঁকে কানাডায় খুন হওয়া হরদীপ সিং নিজ্জারের তদন্তের বিষয়ে প্রশ্ন করেন ৷ তখন জয়শঙ্কর জানান, ভারত কানাডার তদন্তের দাবি মানতে রাজি ৷ তবে জাস্টিন ট্রুডো সরকার যে দাবি করছে, তার পক্ষে প্রমাণ দিক ৷ তিনি বলেন, "আমরা তদন্তের বিষয়টি উড়িয়ে দিচ্ছি না ৷ তবে আপনি যখন কোনও অভিযোগ করছেন, তখন অনুরোধ করব, সেই অভিযোগের ভিত্তিতে প্রমাণ দিন ৷" এস জয়শঙ্কর জোর দেন, কানাডা তার অভিযোগের পক্ষে কোনও প্রমাণই ভারতকে দিতে পারেনি ৷
সেপ্টেম্বর মাসে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশের সংসদে জানান, জুন মাসে কানাডার মাটিতে খুন হয়েছেন খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নিজ্জার ৷ আর এই খুনের নেপথ্যে রয়েছে ভারত সরকার ৷ ভারত অবশ্য 2020 সালেই নিজ্জারকে জঙ্গি তকমা দিয়েছিল ৷
ভারতের বিরুদ্ধে এই অভিযোগের সঙ্গে সঙ্গে কানাডায় ভারতের এক শীর্ষ কূটনীতিককেও বহিষ্কার করা হয় ৷ এর পালটা জবাবে মোদি সরকারও ভারতে কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ৷ এই টানাপোড়েনে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কে ফাটল ধরে ৷ কানাডার এই অভিযোগকে ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করে ভারত ৷ কানাডার বিরুদ্ধে জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ তোলে ভারত ৷ এমনকী কানাডার ভিসা দেওয়ার প্রক্রিয়াটিও স্থগিত রাখা হয় ৷