দেইর আল বালাহ, 24 অক্টোবর: শিশুরা সততই দুরন্ত। দামাল বললেও খুব একটা বেশি বলা হয় না। তাদের ছটফটানি সামাল দিতে হিমশিম খেয়ে থাকেন বাড়ির বড়রা। তবে ইজরায়েল-হামাস যুদ্ধের প্রভাবে এমনই হাজার হাজার 'ছটফটে' শিশুর জীবন সঙ্কটে। অন্যদের মতো এরাও ছটফট করছে। তবে আর পাঁচটা শিশুর মতো জীবনের আনন্দযজ্ঞে গা ভাসিয়ে দিতে নয়, বেঁচে থাকার জন্য। সময়ের আগে জন্ম নেওয়া শিশুদের ক্ষেত্রে সমস্যাটা আরও গভীর। আরও বড়। তাদের বেঁচে থাকতে ভেন্টিলেটার প্রয়োজন। পর্যাপ্ত জ্বালানি ছাড়া ভেন্টিলেটর অচল। আর গাজায় জ্বালানির সংকট রোজই একটু একটু করে বাড়ছে। ঠিক সেই অনুপাতে সংকট ঘনাচ্ছে এই একরত্তিদের জীবনে।
মধ্য গাজার আল-আকসা হাসপাতালের নবজাতক ওয়ার্ডের গ্লাস ইনকিউবেটরের ভিতরে থাকা একরত্তির ছটফটানির দৃশ্য প্রকাশ্যে এসেছে। ছোট্ট শরীরটার শিরায় শিরায় চ্যানেল। চিৎকার করছে যন্ত্রণায়। ভেন্টিলেটরের মাধ্যমে শ্বাস নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। ওষুধ দেওয়া হচ্ছে ক্যাথেটারে। তবে এই ব্যবস্থাও কতদিন চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। সৌজন্যে তীব্র জ্বালানি সংকট। জেনারেটর চালু রাখতে প্রয়োজনীয় জ্বালানী না পাওয়া গেলে কী হবে তা ভাবলেই শিউড়ে উঠতে হয়! হাসপাতালের তরফে ইয়াদ আবু জাহার বলেন, "একবার জেনারেটর বন্ধ হয়ে গেলে ওয়ার্ডে থাকা শিশুরা নিশ্বাস নিতে না পেরে শেষ পর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়বে। এই পরিস্থিতিতে শিশুদের জীবন-রক্ষার বড় দায়িত্ব নিতে হবে আমাদের।"
গাজার চিকিৎসকরা সকলেই কমবেশি আতঙ্কে। 6টি নবজাতক ইউনিটের কমপক্ষে 130টি শিশুর জীবনে গভীর সংকট তৈরি হয়েছে। ইজরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানির ঘাটতি দেখা দিয়েছে। গত 7 অক্টোবর ইজরায়েলের শহরগুলিতে হামাসের আক্রমণের পর জ্বালানির সরবরাহ বন্ধ করেছে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। তারপর ক্রমশ অবনতি হয়েছে পরিস্থিতির।
আরও পড়ুন:গাজায় অব্যাহত ইজরায়েলি হামলা, মৃতের সংখ্যা সাড়ে 4 হাজার ছাড়িয়েছে