নিউইয়র্ক, 21 অগস্ট:বুধবার প্রথম রিপাবলিকান প্রেসিডেন্সিয়াল বিতর্ক সভা হতে চলেছে ৷ তবে তাতে যোগ দিচ্ছেন না আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৷ এমনকী আগামী কোনও বিতর্ক সভাতেই যোগ দেবেন না ৷ রবিবার নিজেই সে কথা জানিয়েছেন ৷ তিনি সোশাল মিডিয়ায় লেখেন, "জনসাধারণ জানে আমি কে এবং আমি কতটা সফল প্রেসিডেন্ট ছিলাম। তাই আমি কোনও বিতর্ক সভায় অংশ নেব না !" তিনি প্রতিটি বিতর্ক সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন নাকি শুধুমাত্র যেগুলির বর্তমানে দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে সেগুলিতে অংশ নেবেন না তা অবশ্য স্পষ্ট করে জানা যায়নি।
ডোনাল্ড ট্রাম্প জানান, প্রথমবার মিলওয়াকিতে বুধবারের একটি বিতর্ক সভায় যোগ দিয়েছিলেন তিনি ৷ শুধু যোগ দেওয়া নয়, সভায় নেতৃত্বও দিয়েছিলেন ৷ তবে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে মঞ্চ ভাগ করার ব্যাপারটা তাঁর ভালো লাগেনি ৷ তাই তিনি আর কোনও বিতর্ক সভায় অংশ নেবেন না ৷ তিনি স্পষ্ট জানিয়েছেন এই সিদ্ধান্তে তিনি অবিচল থাকবেন ৷ তাঁর মতের পরিবর্তন হবে না ।