নিউইয়র্ক, 21 নভেম্বর: সোমবারই 81 বছর পূরণ করলেন 46 তম মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ৷ যিনি আমেরিকার সবচেয়ে বয়স্কর প্রেসিডেন্ট এই মুহূর্তে ৷ আর তাঁর জন্মদিনেই নিজের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট সোশাল মিডিয়ায় পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প ৷ মূলত, রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌড়ে থাকা ট্রাম্প বোঝাতে চাইলেন 77 বছর বয়সেও তিনি, কতটা ফিট ৷ যদিও, ওই রিপোর্টে ট্রাম্পের ওজন, কোলেস্টেরল, রক্তচাপ ও অন্যান্য মাপকাঠি কিছুই উল্লেখ করা ছিল না, যাতে বিশ্বাসযোগ্য হয় যে, ওই রিপোর্ট সত্যি ৷
নিউজার্সির চিকিৎসক ফিজিশিয়ান ব্রুস এ অ্যারনওয়াল্ড, ডোনাল্ড ট্রাম্পের এই রিপোর্ট তৈরি করেছেন ৷ 2021 সাল থেকে তিনি ট্রাম্পের চিকিৎসক হিসেবে কাজ করছেন বলে দাবি করেছেন ব্রুস এ অ্যারনওয়াল্ড ৷ সম্প্রতি গত সেপ্টেম্বর মাসে ব্রুস প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করেছেন বলে জানিয়েছেন ৷ সেই রিপোর্টে বলা হয়েছে, ‘‘ট্রাম্পের শারীরিক পরীক্ষার রিপোর্ট স্বাভাবিক রয়েছে এবং তাঁর মস্তিষ্ক ও জ্ঞান অসাধারণ ৷’’ ওই ফিজিশিয়ান দাবি করেছেন, ‘‘সম্প্রতি হওয়া ল্যাব পরীক্ষায় ট্রাম্পের আগের রিপোর্টের থেকে প্যারামিটারগুলি অনেক ভালো এসেছে ৷ কিছু কিছু ক্ষেত্রে স্বাস্থ্যের প্যারামিটারের রিপোর্ট অসাধারণ এসেছে ৷’’
এমনকি সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের ওজন অনেকটাই কমেছে ৷ আর এই উন্নতির আসল কারণ নিয়মিত সু-আহার ও শারীরচর্চা ৷ সেই সঙ্গে কঠোরভাবে সময়সূচি মেনে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জীবনযাপন করছেন বলে ওই চিকিৎসক জানিয়েছেন ৷ চিকিৎসকের ওই রিপোর্টকে সত্যি ধরে নিলে, 77 বছরের ডোনাল্ড ট্রাম্পের শারীরিক কোনও সমস্যাই নেই ৷ এমনকি আগামী দিনগুলিতে সুস্বাস্থ্যের সঙ্গে চুটিয়ে জীবন উপভোগ করতে পারবেন ৷