পশ্চিমবঙ্গ

west bengal

Dona in London: ডোনার পরিচালনায় 'মায়ার খেলা' দেখতে উপচে পড়া ভিড় লন্ডনে

রবীন্দ্রনাথ ঠাকুরের 'মায়ার খেলা' (Mayar khela) পরিবেশনা দেখতে ভিড় উপচে পড়ল লন্ডনের অডিটোরিয়ামে ৷ ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) নেতৃত্বে নৃত্যনাট্যটি পরিবেশন করল ভারত ও লন্ডনের 'দীক্ষামঞ্জরী'র ছাত্রছাত্রীরা ।

By

Published : Sep 4, 2022, 3:22 PM IST

Published : Sep 4, 2022, 3:22 PM IST

Updated : Sep 5, 2022, 2:40 PM IST

Dona Ganguly and her team present Tagores mayar khela in London
ডোনার পরিচালনায় 'মায়ার খেলা' দেখতে উপচে পড়া ভিড় লন্ডনে

কলকাতা, 4 সেপ্টেম্বর: লন্ডনের বুকে রবীন্দ্রনাথ ঠাকুরের 'মায়ার খেলা' (Mayar khela) পরিবেশন করল ভারত ও লন্ডনের 'দীক্ষামঞ্জরী'র ছাত্রছাত্রীরা (Dona Ganguly Dikshamanjari)। ভারতীয় বিদ্যাভবনের লর্ড মাউন্টব্যাটন অডিটোরিয়াম এ দিন ছিল পরিপূর্ণ । নৃত্য পরিচালনায় ডোনা গঙ্গোপাধ্যায় (Dona Ganguly)। প্রযোজনাটির আর্টিস্টিক ডাইরেকশন এবং সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন ডা. আনন্দ গুপ্ত ।

ডোনার অধিনায়কত্বে 'মায়ার খেলা' দেখতে উপচে পড়া ভিড় লন্ডনে

'আজাদি কি অমৃত মহোৎসব' উপলক্ষে বিদেশের বিভিন্ন শহরে রবীন্দ্রনাথের 'মায়ার খেলা' আর দেশাত্মবোধক গানের উপর ভিত্তি করে নৃত্যানুষ্ঠান পরিবেশিত হচ্ছে 'দীক্ষামঞ্জরী'র পক্ষ থেকে । ডাবলিন, বার্মিংহাম, সুইজারল্যান্ডেও পরিবেশিত হয়েছে 'মায়ার খেলা' ।

ডোনার পরিচালনায় 'মায়ার খেলা' দেখতে উপচে পড়া ভিড় লন্ডনে

উল্লেখ্য, লন্ডনে দর্শকের ব্যাপক সাড়া পেয়ে 'মায়ার খেলা'র শিল্পীরা দারুণ খুশি । ডা. আনন্দ গুপ্ত বলেন, "আমরা এর আগে কলকাতা এবং শান্তিনিকেতনে এই নৃত্যনাট্যটি উপস্থাপন করেছি । সেখানেও অসাধারণ সাড়া পেয়েছি । লন্ডনে এত বড় দল নিয়ে মায়ার খেলা আগে কখনও হয়নি । মোট ছাব্বিশ জন নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করেন । গান আমরা আগে থেকেই রেকর্ড করে ফেলেছিলাম ।"

মঞ্চে ডোনা

আরও পড়ুন:রাজ্যসভায় যাচ্ছেন সৌরভ-ডোনা ? জল্পনা জোরাল রাজ্য-রাজনীতিতে

এই অনুষ্ঠান নিয়ে উচ্ছ্বসিত ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, "এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে দীক্ষামঞ্জরী ইউকে'র ছাত্রীরা মঞ্চে নৃত্য পরিবেশন করলেন । এটা গর্বের যে ওড়িশি নৃত্যশৈলির মাধ্যমে আমরা পৃথিবীর নানা প্রান্তে নিজের দেশকে প্রতিনিধিত্ব করি । নিজের দেশের ঐতিহ্য পৃথিবীর নানা জায়গার মানুষের সামনে উপস্থাপন করার সুযোগ পাই ।"

ভারত ও লন্ডনের 'দীক্ষামঞ্জরী'র ছাত্রছাত্রীরা
Last Updated : Sep 5, 2022, 2:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details