পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Queen Elizabeth II: সঙ্কটজনক রানি দ্বিতীয় এলিজাবেথ, উদ্বিগ্ব চিকিৎসকেরা

রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) শারীরিক অবস্থা এতোটাই সঙ্কটজনক যে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা ৷ বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) সূত্রে খবর তেমনটাই ৷

Etv Bharat
সঙ্কটজনক রানি দ্বিতীয় এলিজাবেথ

By

Published : Sep 8, 2022, 5:33 PM IST

Updated : Sep 8, 2022, 6:12 PM IST

লন্ডন, 8 সেপ্টেম্বর: ভালো নেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (96) ৷ তাঁর শারীরিক অবস্থা এতোটাই সঙ্কটজনক যে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা (Doctors concerned over health of Queen Elizabeth II) ৷ বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) সূত্রে খবর তেমনটাই ৷ বাসভবনেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, বুধবার তাঁর বরিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগদানের কথা থাকলেও শারীরিক অসুস্থতার জেরে সেই বৈঠক রানি এড়িয়ে গিয়েছেন ৷

গত অক্টোবর থেকেই চলাফেরা করতে এবং উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ৷ নব নির্বাচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে (Liz Truss) রীতি মেনে এবার বাকিংহ্যাম প্যালেস থেকে শংসাপত্র তুলে দিতে পারেননি তিনি ৷ বাকিংহ্যাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে (Balmoral Palace) নয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বয়সের ভারে ন্যুব্জ রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ছবি দেখে মনে করা হচ্ছিল তাঁর শারীরিক অসুস্থতার যে খবর ভেসে বেড়াচ্ছে, তা হয়তো সত্যি নয় ৷ কিন্তু 48 ঘণ্টা পেরোতে না-পেরোতেই খারাপ খবর বাকিংহ্যাম প্যালেস সূত্রে ৷

বাকিংহ্যাম প্যালেস থেকে বিবৃতি মারফৎ এদিন বলা হয়, "আজ সকালে মূল্যায়ণের পর চিকিৎসকরা রানির শারীরিক অবস্থা নিয়ে ভীষণই উদ্বিগ্ন ৷ একইসঙ্গে তারা রানিকে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন ৷" অনতিপরে আরেকটি বিবৃতিতে যদিও জানানো হয়, বালমোরাল প্রাসাদে আপাতত ভালোই আছেন রানি ৷

আরও পড়ুন: রানি এলিজাবেথের কুষ্টি বানিয়েছিলেন বাবা, রাজত্বের 70 বছর পূর্তিতে রানিকে চিঠি দিলেন ছেলে

যদিও রানির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রীর দফতরেও ৷ লিজ ট্রাস টুইটে লেখেন, "বাকিংহ্যাম প্যালেস থেকে পাওয়া খবরে পুরো দেশ ভীষণভাবে উদ্বিগ্ন ৷" যুক্তরাজ্যের মানুষকে এমন কঠিন সময় রানির পরিবারের পাশে থাকারও অনুরোধ জানিয়েছেন ট্রাস ৷ খবর পেয়ে প্রিন্স চার্লস এবং উইলিয়াম বালমোরাল প্যালেসে রওনা হয়েছেন বলে সূত্রের খবর ৷

Last Updated : Sep 8, 2022, 6:12 PM IST

ABOUT THE AUTHOR

...view details