লন্ডন, 8 সেপ্টেম্বর: ভালো নেই ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (96) ৷ তাঁর শারীরিক অবস্থা এতোটাই সঙ্কটজনক যে উদ্বেগ প্রকাশ করছেন চিকিৎসকরা (Doctors concerned over health of Queen Elizabeth II) ৷ বাকিংহ্যাম প্যালেস (Buckingham Palace) সূত্রে খবর তেমনটাই ৷ বাসভবনেই চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন তিনি ৷ জানা গিয়েছে, বুধবার তাঁর বরিষ্ঠ রাজনৈতিক উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে যোগদানের কথা থাকলেও শারীরিক অসুস্থতার জেরে সেই বৈঠক রানি এড়িয়ে গিয়েছেন ৷
গত অক্টোবর থেকেই চলাফেরা করতে এবং উঠে দাঁড়াতে সমস্যা হচ্ছে রানি দ্বিতীয় এলিজাবেথের ৷ নব নির্বাচিত ব্রিটেনের প্রধানমন্ত্রী লিজ ট্রাসকে (Liz Truss) রীতি মেনে এবার বাকিংহ্যাম প্যালেস থেকে শংসাপত্র তুলে দিতে পারেননি তিনি ৷ বাকিংহ্যাম প্যালেসের পরিবর্তে স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে (Balmoral Palace) নয়া প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বয়সের ভারে ন্যুব্জ রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ ছবি দেখে মনে করা হচ্ছিল তাঁর শারীরিক অসুস্থতার যে খবর ভেসে বেড়াচ্ছে, তা হয়তো সত্যি নয় ৷ কিন্তু 48 ঘণ্টা পেরোতে না-পেরোতেই খারাপ খবর বাকিংহ্যাম প্যালেস সূত্রে ৷