সান ফ্রান্সিসকো, 14 অগস্ট: সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস ৷ তার নাম 'আনকনফিউজ মি উইথ বিল গেটস'৷ সেখানে তাঁর অতিথি তথা খান একাডেমির প্রতিষ্ঠাতা সাল খানকে একটি মজার প্রশ্ন ছুড়ে দিলেন বিল গেটস ৷ মার্কিন শিক্ষাবিদ সাল খান তাঁর নামের কারণে বলিউডের অভিনেতা সলমান খানকে নিয়ে কখনও বিভ্রান্ত হয়েছেন কি না, এই প্রশ্ন করেন মাইক্রোসফ্টের সহ-প্রতিষ্ঠাতা ৷
বলিউডের ভাইজানের একটি ছবি দেখিয়ে বিল গেটস তাঁর পডকাস্টের অতিথিকে বলেন, "আপনি যদি সাল খানের উপর একটি ওয়েব অনুসন্ধান করেন, তবে আপনি এই লোকটির কিছু পেতে পারেন ৷ তাহলে, আপনি কি কখনও সলমান খানকে নিয়ে বিভ্রান্ত হন ?"
বিল গেটসের এই প্রশ্ন শুনে সাল খান হেসে গড়িয়ে পড়েন ৷ তিনি বলেন, "হ্যাঁ আমি বিভ্রান্ত হই । আসলে, খান একাডেমি করার পর প্রথম দিকে আমি তাঁর কয়েকজন অনুরাগীর কাছ থেকে চিঠি পেয়েছিলাম ৷ তাঁরা লিখেছিলেন, আমি সবসময় তোমাকে ভালোবাসি, আমি জানতাম না তুমি অংক করতে পারো, এই সব লেখা আসত ।" খান একাডেমির প্রতিষ্ঠাতা আরও উল্লেখ করেন যে, "লোকেরা যা মনে করে তার থেকে অনেক বেশি বলিউডের ফিল্ম দেখি ।"