পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Diwali in New York: দীপাবলিতে নিউইয়র্কে স্কুল বন্ধ থাকবে, খুশি পড়ুয়ারা - নিউ ইয়র্ক সিটি

বিশ্বের কয়েক কোটি মানুষ দীপাবলি উৎসবে মেতে ওঠেন ৷ অথচ এদিন ছুটি নেই স্কুলে ! আগামী বছর থেকে নিউইয়র্ক সিটিতে স্কুল বন্ধ থাকবে বলে জানালেন মেয়র (Diwali public school holiday) ৷

Diwali in New York
ETV Bharat

By

Published : Oct 21, 2022, 2:17 PM IST

Updated : Oct 21, 2022, 3:01 PM IST

নিউইয়র্ক, 21 অক্টোবর: দীপাবলি এবার সরকারি ছুটি মার্কিন মুলুকে ৷ হ্যাঁ, এরকম ঘোষণা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র ৷ বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠক করে মেয়র এরিক অ্যাডামস (Mayor Eric Adams) জানিয়েছেন, আগামী বছর অর্থাৎ 2023 থেকে নিউইয়র্ক সিটিতে দীপাবলি উৎসবে ছুটি থাকবে ৷ তাঁর সঙ্গে ছিলেন জেনিফার রাজকুমার (Jenifer Rajkumar), শিক্ষা দফতরের চ্যান্সেলর ডেভিড ব্যাংকস (New York City announces public school holiday on Diwali from 2023) ৷

24 অক্টোবর ভারতে দীপাবলি উৎসব ৷ অ্যাডামস বলেন, "আমরা চাই, শিশুরা দীপাবলি উৎসব (Diwali Festival) সম্পর্কে জানুক ৷ কীভাবে এই উৎসব পালিত হয় সেটা ওদের জানা দরকার ৷"

আরও পড়ুন: কালীপুজোয় দীপোৎসব পালন করবেন মোদি, ঘুরে দেখবেন অযোধ্যার মন্দির নির্মাণের কাজ

সারা দুনিয়ায় কোটি কোটি মানুষ এই উৎসব পালন করেন ৷ এই উৎসব অন্ধকারের পরাজয় এবং আলোর জয়কে তুলে ধরে ৷ অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভশক্তির সূচনা করে ৷ স্টেট অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার বলেন, "নিউইয়র্কের 2 লক্ষ বাসিন্দা হিন্দু, বৌদ্ধ, শিখ এবং জৈন ধর্মাবলম্বী ৷ তাঁরা দীপাবলি, আলোর উৎসব (Festival of Light) পালন করেন ৷" তিনি দীপাবলিকে আইনি উৎসবের স্বীকৃতির বিষয়টি তোলেন ৷

দীপাবলিতে স্কুলে ছুটি দেওয়া হোক ৷ এই দাবিতে নিউইয়র্কে দু'দশকেরও বেশি সময় ধরে থাকা দক্ষিণ এশিয় নাগরিক এবং ইন্দো-ক্যারিবিয়ানরা লড়ছেন ৷ এতদিন মানুষের ক্ষোভ ছিল যে নিউইয়র্ক সিটি স্কুলের ক্যালেন্ডারে দীপাবলিকে ছুটি ঘোষণার মতো জায়গা নেই ৷ এবার সেই জায়গা হল, জানালেন রাজকুমার ৷ তিনিই প্রথম দক্ষিণ এশিয়-আমেরিকান মহিলা, যিনি নিউ ইয়র্কের অফিসে স্টেট লেভেলে নির্বাচিত হয়েছেন ৷ নতুন নির্দেশিকায়, স্টেট এডুকেশন আইন অনুযায়ী 180 দিন স্কুল হবে ৷ তুলনায় কম পরিচিত ব্রুকলিন-কুইনস ডে-র বদলে দীপাবলিতে ছুটি পাবে পড়ুয়ারা ৷

Last Updated : Oct 21, 2022, 3:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details