রাবাত (মরক্কো), 10 সেপ্টেম্বর: মরক্কোয় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়াল 2 হাজারের বেশি ৷ আহত হয়েছেন কমপক্ষে 2 হাজার জন ৷ কম্পনের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মারাকাশ শহর এবং তার আশেপাশের এলাকায় । এখনও বিভিন্ন এলাকায় চলছে উদ্ধারকাজ ৷ ধ্বংসস্তূপের নীচে অনেকে চাপা পড়ে থাকতে পারে বলে আশংকা প্রশাসনের ৷ মর্মান্তিক এই ভূমিকম্পের জন্য তিনদিনের জাতীয় শোক ঘোষণা করেছে মরক্কো সরকার । শুক্রবার রাতে 6.8 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় উত্তর আফ্রিকার এই দেশটিতে ৷ যাকে 120 বছরের ইতিহাসে সবচেয়ে বড় ভূমিকম্প বলা হয়েছে ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে শনিবার গভীর রাতে জানানো হয়েছে, শুক্রবার রাতের ভূমিকম্পে এখন পর্যন্ত 2 হাজার 12 জন নিহত হয়েছেন । দুর্গম এলাকায় পৌঁছে উদ্ধার কাজ চালাতে হিমশিম খেতে হচ্ছে উদ্ধারকারী দলকে ৷ এর ফলে আরও বাড়তে পারে নিহতের সংখ্যা বলে আশা করা হচ্ছে । মন্ত্রক বলেছে, সবচেয়ে বেশি সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে আল হাউজ প্রদেশে ৷ যেখানে 1 হাজার 293 জন নিহত হয়েছেন ৷ এরপরেই রয়েছে তারউডান্ট ৷ সেখানে মৃতের সংখ্যা 452 । ভূমিকম্পে অন্তত 2 হাজার 59 জন আহত হয়েছেন ৷ যার মধ্যে 1 হাজার 404 জনের অবস্থা গুরুতর । তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন ৷
ভূমিকম্প-বিধ্বস্ত মরক্কোকে সাহায্যের হাত ইসরায়েলের
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট মরক্কোর প্রতিপক্ষের সঙ্গে ফোনে কথা বলেছেন ৷ ভূমিকম্প-বিধ্বস্ত দেশটিকে যতটা সম্ভব সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি । পাশাপাশি গ্যালান্ট ইসরায়েলি সামরিক বাহিনীকে মরক্কোকে মানবিক সহায়তা প্রদানের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন । 2020 সালে ইসরায়েল এবং মরক্কোর মধ্যে সম্পর্ক স্বাভাবিক হয়েছে ৷ সম্প্রতি তারা কূটনৈতিক ও নিরাপত্তা দিক থেকে নিজেদের সম্পর্ক আরও গভীর করতে এগিয়ে এসেছে ।
মরক্কোর পাশে ভারত ও আমেরিকা