মুম্বই, 17 জানুয়ারি:আবারবিয়ে করেছেন দাউদ ইব্রাহিম । জানালেন তাঁর ভাগ্নে ৷ হাসিনা পার্কারের ছেলে আলিশাহ পার্কার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে জানায়, পলাতক এই গ্যাংস্টার পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন ৷ এটা তাঁর দ্বিতীয় বিয়ে ৷ দাউদের প্রথম স্ত্রী মৈজাবিন এখনও জীবিত ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে দাউদের পরিবারের তথ্য দেন আলিশাহ ৷ তিনি জানান, দাউদের প্রথম স্ত্রী হোয়্যাটসঅ্যাপ কলের মাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ রাখেন (Dawood Ibrahim lied about divorce remarried Pakistani woman Haseena Parkar's son tells NIA) ৷ প্রসঙ্গত দাউদ ইব্রাহিমের সঙ্গে হাসিনা পার্কারের ভাই-বােনের সম্পর্ক ৷
এনআইএ দাউদ ইব্রাহিম এবং তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে জঙ্গি হামলায় আর্থিক সাহায্য নিয়ে তদন্ত করেছিল । কয়েকজনকে গ্রেফতার করে ৷ জঙ্গি হামলায় অর্থের জোগান দেওয়ার মামলা নিয়ে এনআইএ একটি চার্জশিট পেশ করে৷ তাতে জানা গিয়েছে, আলিশাহ পার্কার একটি বিবৃতিতে দাউদের পরিবার সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ৷ তাঁর দাবি, দাউদ নিজের বাসস্থান বদল করে বর্তমানে পাকিস্তানের করাচিতে রয়েছেন ৷
এনআইএ জানতে পেরেছে, দাউদ ইব্রাহিম একটি বিশেষ দল গঠন করছেন ৷ সেই দলটি দেশের তাবড় নেতা, ধনী ব্যবসায়ীদের উপর হামলা চালাতে পারে৷ বড় বড় শহরে হিংসাত্মক ঘটনাও ঘটাতে পারেন দাউদ ৷ এই মামলার তদন্তে এনআইএ আলিশাহ পার্কারের বয়ান রেকর্ড করেছে ৷ আলিশাহ হাসিনা পার্কারের ছেলে ৷ আলিশাহ জানিয়েছে, দাউদ ইব্রাহিমরা মোট 5 জন ভাই এবং 4 বোন ৷ তিনিই দাবি করেন, দাউদ পাকিস্তানি পাঠান মহিলাকে বিয়ে করেছেন ৷