পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Queen Elizabeth II: প্রিয় রানিকে শেষবার দেখতে 12 ঘণ্টা লাইনে দাঁড়ালেন বেকহ্যাম ! - রানি দ্বিতীয় এলিজাবেথ

শেষবারের মতো রানি দ্বিতীয় এলিজাবেথকে (Queen Elizabeth II) শ্রদ্ধা জানাতে টানা 12 ঘণ্টা লম্বা লাইনে অপেক্ষা করলেন প্রখ্যাত প্রাক্তন ফুটবল খেলোয়াড় ডেভিড বেকহ্য়াম (David Beckham) ৷

David Beckham waiting in queue for 12 hours to see Queen Elizabeth II last time
Queen Elizabeth II: প্রিয় রানিকে শেষবার দেখতে 12 ঘণ্টা লাইনে দাঁড়ালেন বেকহ্যাম !

By

Published : Sep 18, 2022, 7:33 PM IST

লন্ডন, 18 সেপ্টেম্বর: উদ্দেশ্য়, প্রিয় রানিকে শেষ শ্রদ্ধাজ্ঞাপন ৷ শেষবারের মতো তাঁর কফিন চাক্ষুষ করা ! এই কারণেই শহরের শীতলতম রাত খোলা আকাশের নীচে লম্বা লাইনে দাঁড়িয়ে কাটালেন অসংখ্য লন্ডনবাসী ৷ সেই তালিকায় রয়েছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার ডেভিড বেকহ্য়ামও (David Beckham) ৷ প্রয়াত ব্রিটিশ সম্রাজ্ঞী রানি দ্বিতীয় এলিজাবেথকে (Queen Elizabeth II) শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন তিনিও ৷

সূত্রের দাবি, রাতভর ঠায় লাইনে দাঁড়িয়েছিলেন বেকস ৷ টানা 12 ঘণ্টা তাঁকে সেখানে দেখা গিয়েছে ! স্থানীয় সংবাদমাধ্যমগুলি এ নিয়ে প্রতিবেদনও প্রকাশ করেছে ৷ ডেভিডের সঙ্গে তাঁর পরিবারের বাকি সদস্যরাও ছিলেন ৷ তাঁদের কাউকেই লাইনে অপেক্ষারত অবস্থায় বিরক্ত হতে দেখা যায়নি ৷ বরং প্রত্যেকেই ছিলেন শান্ত, ধীর, স্থির ৷ আর যে মুহূর্তে অন্তিম শয্যায় রানির দেহ দেখতে পান ডেভিড, তখনই তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন ৷ প্রত্যক্ষদর্শীরা অন্তত এমনটাই দাবি করেছেন ৷ সংবাদমাধ্যমের ক্যামেরাতেও সেই মুহূর্ত ধরা পড়েছে ৷ ওয়েস্টমিনস্টার অ্য়াবের হলঘরে তাঁকে ভেজা চোখ মুছতে দেখা গিয়েছে ৷

আরও পড়ুন:'একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় ইভেন্ট', রানির শেষকৃত্যের প্রস্তুতি তুঙ্গে ব্রিটেনে

শোকজ্ঞাপনের উপযোগী পোশাক পরেই এখানে এসেছিলেন ডেভিড ৷ তাঁর পরনে ছিল কালো রঙের ভারী স্যুট এবং কালো টুপি ৷ যে মুহূর্তে তিনি হলঘরে প্রবেশ করেন, মাথার টুপিটি খুলে ফেলেন ৷ তবে, সামনে ডেভিড বেকহ্যাম থাকলে ব্রিটিশ ভক্তদের তাঁর দিকে নজর যাবে না, এমনটা তো হতে পারে না ৷ তাই রানির শেষকৃত্য়ের অনুষ্ঠানেও তাঁর উপস্থিতি সকলের নজর কেড়েছে ৷ কিন্তু, ডেভিড সেসবে কোনও প্রতিক্রিয়া দেননি ৷ তিনি ছিলেন নির্বিকার এবং শান্ত ৷

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বেকহ্যাম বলেন, "আমি অত্যন্ত ভাগ্যবান ৷ তাই আমার জীবনের অল্প কয়েকটি মুহূর্ত সম্রাজ্ঞীর সঙ্গে কাটানোর সুযোগ পেয়েছিলাম ৷ আজকের দিনটি অত্যন্ত দুঃখের ৷ কিন্তু, আজকের এই দিনেই আমাদের সেই ঐতিহ্যকে মনে রাখতে হবে, যা রানি রেখে যাচ্ছেন ৷"

প্রসঙ্গত, গত 8 সেপ্টেম্বর প্রয়াত হন রানি দ্বিতীয় এলিজাবেথ ৷ সেদিনই ইনস্টাগ্রামে রানির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছিলেন ডেভিড বেকহ্যাম ৷ লিখেছিলেন, "রানির মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ৷ তাঁর সিংহাসন লাভের প্ল্য়াটিনাম জয়ন্তীতে আমরা অসাধারণ ভালোবাসা এবং সম্মানের প্রকাশ দেখেছিলাম ৷" উল্লেখ্য, রানি এলিজাবেথের সঙ্গে বহুবার সম্মুখ সাক্ষাৎ হয়েছিল ডেভিড বেকহ্যামের ৷ 2015 সালে বাকিহাম প্য়ালেসে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি ৷ এছাড়াও, চলতি বছরই একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে রানির মুখোমুখি হয়েছিলেন ডেভিড ৷

ABOUT THE AUTHOR

...view details