পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Interview: শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি গৃহযুদ্ধের থেকেও খারাপ, উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের - sri lankan cricis

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ ডান মল্লিকা গুনাসেকারা (former Ceylon Shipping Corporation chief Dr Dan Malika Gunasekera) ৷

Sri Lankan crisis
শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের

By

Published : Jul 10, 2022, 8:04 PM IST

হায়দরাবাদ, 10 জুলাই: চরম মাত্রায় পৌঁছেছে শ্রীলঙ্কার রাজনৈতিক ও অর্থনৈতিক অচলাবস্থা ৷ বিক্ষোভরত জনগণ ইতিমধ্যেই দখল নিয়েছে সে দেশের রাষ্ট্রপতি ভবনের ৷ আগুন ধরিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর বাসভনবনেও ৷ রাস্তায় আছড়ে পড়েছে প্রতিবাদী জনতার স্রোত ৷ পরিস্থিতি বেগতিক দেখে পালিয়েছেন সে দেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে ৷ এই অবস্থায় কী ভবিষ্যৎ ভারতের প্রতিবেশী এই দ্বীপ রাষ্ট্রের ? সামগ্রিক বিষয় নিয়ে ইটিভি ভারতের সঙ্গে কথা বললেন শ্রীলঙ্কার সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন এক্সিকিউটিভ ডিরেক্টর ডঃ ডান মল্লিকা গুনাসেকারা (former Ceylon Shipping Corporation chief Dr Dan Malika Gunasekera) ৷ তাঁর মতে, সব দলের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে আলোচনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা করতে হবে ৷ সবার আগে প্রয়োজন এই অচলাবস্থার নিরশন হওয়া ৷ বিদেশী মুদ্রার ভাণ্ডার শেষ হয়ে যাওয়ায় এই দ্বীপ রাষ্ট্রে ভেঙে পড়েছে আর্থিক ব্যবস্থা ৷ গুনাসেকারার মতে এই পরিস্থিতি থেকে বেরতে প্রয়োজন তিন দফা পদক্ষেপের ৷

প্রশ্ন : আপনি শিপিং কর্পোরেশনের দায়িত্ব সামলেছেন ৷ এই অচলাবস্থার প্রভাব দেশের রফতানি বাণিজ্যে ঠিক কেমন পড়েছে ?

ডঃ গুনাসেকারা: আমার মতে, আমাদের দেশ সোনার খনি ৷ আমাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ রয়েছে ৷ মানব সম্পদও আমাদের শক্তি ৷ দক্ষিণ এশিয়ার দেশগুলির মধ্যে আমাদের সাক্ষরতার হার সবচেয়ে বেশি ৷ যুব সমাজ উচ্চশিক্ষিত ৷ তাঁরাই দেশের মূল চালিকা শক্তি ৷ শ্রীলঙ্কার অর্থনীতির মূলই রয়েছে রফতানি বাণিজ্য ৷ দুর্ভাগ্যজনক হল, একাধিক কারণে আমাদের রফতানি বাণিজ্য মার খেয়েছে, কোভিড তাঁর অন্যতম ৷ কলম্বোর জাহাজ বন্দর বিশ্বের মধ্যে 22তম স্থানে রয়েছে ৷ ভারত, বাংলাদেশ-সহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এই বন্দর গুরুত্বপূর্ণ ৷ বছরের শুরুতেও আমাদের বন্দর বাণিজ্য ভালোই চলছিল ৷

প্রশ্ন : শ্রীলঙ্কার জিডিপি'র 5 শতাংশ আসে পর্যটন থেকে ৷ এই অচলাবস্থার প্রভাব সেখানে কতটা পড়েছে ?

ডঃ গুনাসেকারা: বর্তমানে দেশে জ্বালানির সংকট, ফলে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে ৷ বিদ্যুৎ ক্ষেত্রের অবস্থাও ভালো নয় ৷ শক্তি ক্ষেত্রের এই সমস্যা দেশের অন্যান্য ক্ষেত্রের মতো পর্যটন ক্ষেত্রেও খারাপ প্রভাব ফেলেছে ৷ আমি কদিন আগে সাইকেলে করেও বিদেশী পর্যটকদের বিমানবন্দরে যেতে দেখেছি ৷ এরকম অবস্থা আমরা আগে দেখিনি ৷ এর থেকেই প্রমাণিত হয়, আমরা যখন সমস্যার মধ্যে রয়েছি তখনও কত বিদেশী শ্রীলঙ্কায় ঘুরতে আসতে চান ৷ পাহাড় থেকে সমুদ্র, প্রাকৃতিক সম্ভার ও ইতিহাসে পরিপূর্ণ আমাদের দেশ ৷

প্রশ্ন : সরকার কী করছে এই জ্বালানি সংকট কাটিয়ে উঠতে ?

ডঃ গুনাসেকারা : আমাদের সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীরা বিদেশে গিয়েছেন আমাদের দেশের পর্যটন ও জ্বালানি সংকটের কথা তুলে ধরতে ৷ কিন্তু পরিকাঠামোর অভাব থাকলে এইসব উদ্যোগ যথেষ্ট নয় ৷ বেশকিছু দেশ তাদের নাগরিকদের বর্তমান পরিস্থিতিতে শ্রীলঙ্কায় আসতে নিষেধ করেছে ৷ আমাদের পর্যটন পরিকাঠামো ও যানবাহনের এই সমস্যাগুলো দূর করতে হবে ৷ যানবাহন চড়ার খরচ আকাশ ছোঁয়া হয়েছে এই জ্বালানি সংকটে ৷ আমি একজন আইনজীবী, আমাকেও সমস্যায় পড়তে হচ্ছে ৷ কলম্বোর আদালতেও কাজ হচ্ছে না ৷

প্রশ্ন :সমস্ত কিছু থমকে গিয়েছে, এটা কী বলা যায় ?

ডঃ গুনাসেকারা: জ্বালানি সংকট অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ইস্যু ৷ এর প্রভাব জীবনের সর্বস্তরে পড়েছে ৷ হ্যাঁ, এটা বলা যেতে পারে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে গিয়েছে ৷

শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ সিলোন শিপিং কর্পোরেশনের প্রাক্তন প্রধানের

প্রশ্ন : বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হওয়ার কি কোনও সম্ভাবনা আছে?

ডঃ গুনাসেকারা: শ্রীলঙ্কা তাপশক্তির উপর নির্ভরশীল ৷ আমাদের কয়লা আমদানি করা প্রয়োজন ৷ কিন্তু যখন অর্থ নেই, তখন কয়লা আমদানি করাও সমস্যার ৷ তাই আমাদের এখন সবার আগে প্রয়োজন অর্থের ৷ আমাদের এই বিষয়টির সমাধান করতে হবে ৷

প্রশ্ন : শ্রীলঙ্কায় কী গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছে ?

ডঃ গুনাসেকারা: আমাদের দেশের জনগণের জন্য এই পরিস্থিতি খুবই কঠিন ৷ আমরা ইচ্ছামতো যাতায়াত করতে পারছি না ৷ নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে পারছি না ৷ কখন যে কোথায় বোমা পড়বে কেউ জানে না ৷ তবে এখন কষ্টের থেকেও বড়, মানুষ আশা হারিয়েছেন ৷ গত কয়েকমাসে সরকার সমস্যাগুলির সঠিক সমাধান করতে পারেনি ৷ তারা শুধু জ্বালানি কিনেছে আর বিতরণ করেছে ৷

আরও পড়ুন : পলাতক গোতাবায়ার বাসভবন থেকে উদ্ধার রাশি রাশি নগদ !

প্রশ্ন :আপনি কি ভাবছেন, সর্বদলীয় সরকার এই সমস্যার সমাধান করতে পারবে ?

ডঃ গুনাসেকারা: এই বিষয়ে সংসদের সিদ্ধান্ত নেওয়া উচিত ৷ এমন একজনকে দায়িত্ব দেওয়া উচিত যিনি এই সংকটের সমাধান করতে পারবেন ৷ এই দেশ গণতান্ত্রিক ৷ সরকারি নীতিও তাই জনগণের স্বার্থে হওয়া উচিত ৷ একনায়কতন্ত্র বা স্বৈরাচারের কোনও জায়গা নেই এখানে ৷ সেরকম হলে আবার এরকম গণঅভ্যুথ্থান হবে ৷ দেশের সম্পদ অন্যত্র বিক্রির পক্ষে আমি নই ৷

ABOUT THE AUTHOR

...view details