পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

India-Sri Lanka Love Story: সীমান্তের কাঁটাতার পরাজিত ! লক্ষ্মণের টানে শ্রীলঙ্কা থেকে ভারতে ভিগনেশ্বরী - Cross border Love Story

ভারত-পাকিস্তানের প্রেম কাহিনির পর এবার শ্রীলঙ্কা ৷ সামাজিক মাধ্যমে আলাপ থেকে প্রেম শ্রীলঙ্কার ভিগনেশ্বরী আর ভারতে অন্ধ্রপ্রদেশের লক্ষ্মণের ৷ সেই টানে এদেশে এসে লক্ষ্মণকে বিয়ে করলেন ভিগনেশ্বরী ৷ তাঁকেও কি ফিরতে হবে ?

ETV Bharat
ভারত ও শ্রীলঙ্কা প্রেম

By

Published : Jul 29, 2023, 12:21 PM IST

Updated : Jul 29, 2023, 1:24 PM IST

চিত্তুর ও কলম্বো, 29 জুলাই:ভালোবাসার কাছে বারবার হার মেনেছে ভৌগোলিক সীমান্ত ৷ সম্প্রতি তা প্রমাণ করেছেন সীমা হায়দার, অঞ্জু ৷ ভারত-পাকিস্তান প্রেমের মধ্যে আরেক সীমান্ত প্রেম ৷ প্রেমকে পরিণতি দিতে শ্রীলঙ্কা থেকে প্রেমিকা এলেন ভারতে ৷

এই প্রেমের কাহিনিও শুরু হয়েছিল সামাজিক মাধ্যমেই ৷ অন্ধ্রপ্রদেশের চিত্তুরের যুবক লক্ষ্মণ পেশায় রাজমিস্ত্রি ৷ ফেসবুকে তাঁর সঙ্গে আলাপ হয় শ্রীলঙ্কার বেলাঙ্গুরুর বাসিন্দা ভিগনেশ্বরীর ৷ আলাপ থেকে প্রেম ৷ সাতবছর ধরে প্রণয়ের সম্পর্কে জড়িয়ে রয়েছেন ভিগনেশ্বরী ও লক্ষ্মণ ৷

তাই লক্ষ্মণের টানে অন্ধ্রপ্রদেশে এলেন ভিগনেশ্বরী ৷ 8 জুলাই টুরিস্ট ভিসা নিয়ে তিনি শ্রীলঙ্কা থেকে ভারতে এসেছেন ৷ লক্ষ্মণ তাঁকে নিজের বাড়িতে নিয়ে আসেন ৷ তাঁর পরিবারের সদস্যদের মত নিয়েই 20 জুলাই ভিগনেশ্বরীকে বিয়ে করেন লক্ষ্মণ ৷ এখন ভিগনেশ্বরী পরিবারের নতুন সদস্য় ৷

আরও পড়ুন: অঞ্জুর মতোই পাক যুবককে বিয়ে করেছিলেন লখনউয়ের কন্যা, অত্যাচারে ফিরতে হয় 4 সন্তান নিয়ে

স্বভাবত, এমন ঘটনার খবর ছড়িয়ে পড়েছে ৷ ভিগনেশ্বরীর সঙ্গে লক্ষ্মণের বিয়ের কথা চাউর হতেই পুলিশও তা জানতে পারে ৷ সম্প্রতি চিত্তুরের এসপি নবদম্পতিকে ডেকে পাঠান ৷ ভিগনেশ্বরীকে পুলিশের উচ্চাধিকারিক জানান, তাঁর ভিসার মেয়াদ শেষ হচ্ছে 6 অগস্ট ৷ তারপর তিনি আর ভারতে থাকতে পারবেন না ৷ ভিগনেশ্বরীকে শ্রীলঙ্কায় ফিরে যেতেই হবে ৷ তাহলে কি শেষে লক্ষ্ণকে ছেড়ে দ্বীপরাষ্ট্রে ফিরে যাবেন ভিগনেশ্বরী ?

এই একই টানাপোড়েনের মধ্যে দিন কাটাচ্ছেন পাকিস্তান থেকে ভারতে আসা সীমা হায়দার ৷ অনলাইন গেম খেলতে খেলতে নয়ডার যুবক সচিন মীনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি ৷ সীমার স্বামী বিদেশে থাকেন ৷ এদিকে নতুন প্রেমের হাতছানি এড়াতে পারেননি পাকিস্তানের বধূ ৷ চার সন্তানকে নিয়ে পাকিস্তান থেকে নেপাল হয়ে বেআইনি পথে ভারতে অনুপ্রবেশ করেছেন সীমা ৷ এখন সচিন মীনার সঙ্গে থাকলেও পুলিশ, তদন্তকারী এজেন্সি বারবার তাঁকে প্রশ্ন করছে ৷ পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে ৷ এমনকী তাঁকে ফিরিয়ে দিতে হুমকি ফোন আসছে পাকিস্তান থেকে ৷

আরও পড়ুন: ইসলাম গ্রহণ করে অঞ্জু এখন ফতিমা, বিয়ে করলেন পাকিস্তানি ফেসবুক বন্ধুকে

যদিও একটু অন্যরকম গল্প অঞ্জুর ৷ সামাজিক মাধ্যমেই আলাপ পাকিস্তানের নাসরুল্লাহর সঙ্গে ৷ রাজস্থানের গৃহবধূ অঞ্জু দুই সন্তানের মা ৷ তবে সেই সবকিছু পিছনে ফেলে প্রেমকে পরিণতি দিতে পাকিস্তানের খাইবার পাখতুখোয়ার প্রত্যন্ত গ্রামে চলে গিয়েছেন অঞ্জু ৷ সেখানে প্রেমিক নাসরুল্লাহ তাঁকে বিয়ে করেছেন ৷ অঞ্জু ইসলাম ধর্ম গ্রহণ করে ফতিমা হয়েছেন ৷ ধর্ম, সীমান্ত কিছু আটকাতে পারেনি প্রেমকে ৷

Last Updated : Jul 29, 2023, 1:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details