পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Israel-Hamas Conflict: হত্যা করে নগ্ন দেহ নিয়ে উল্লাস হামাসের, ছেটাল থুতু; জার্মান যুবতীকে শনাক্ত করলেন বোন - হামাস জঙ্গি

Hamas Killed German Woman: সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যুদ্ধ-দীর্ণ ইজরায়েলে হামাসের বর্বরতার এক ভিডিয়ো ৷ একটি যুবতীকে হত্যা করে তাঁর নগ্ন দেহ নিয়ে রাস্তায় ঘোরাল জঙ্গিরা ৷ জানা গিয়েছে, ওই যুবতী জার্মানের বাসিন্দা ৷

Hamas Killed German Woman
যুবতীকে হত্যা

By ETV Bharat Bangla Team

Published : Oct 8, 2023, 2:34 PM IST

তেল আভিভ, 8 অক্টোবর: প্রথমে এক যুবতীকে হত্যা ৷ তারপর তাঁর ক্ষতবিক্ষত নগ্ন দেহ ট্রাকে করে রাস্তায় ঘোরাতে ঘোরাতে উল্লাস করছে হামাস জঙ্গিরা ৷ তাদের কেউ কেউ আবার সেই যুবতীয় দেহে থুতু ছিটিয়ে দিচ্ছে ৷ যুদ্ধ-দীর্ণ ইজরায়েলে এমন ভয়াবহ ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউড়ে উঠেছেন মানুষজন ৷ এই ভিডিয়ো হামাস জঙ্গিদের নৃশংসতার সাক্ষ্য তুলে ধরেছে ৷ হামাস ওই যুবতীকে ইজরায়েলি সৈনিক বলে দাবি করলেও, জানা গিয়েছে তিনি একজন জার্মান নাগরিক ছিলেন ৷

ইজরায়েল ও গাজার মধ্যে তীব্র যুদ্ধে পরিস্থিতি ক্রমে খারাপ হচ্ছে ৷ এরই মধ্যে ইজরায়েলের রাস্তায় মৃত তরুণীর নগ্ন দেহ নিয়ে হামাস জঙ্গিদের উল্লাস সাড়া ফেলেছে সোশাল মিডিয়ায় ৷ অসহায় মহিলার ছবি হামাসের বর্বরতার কাহিনি তুলে ধরেছে ৷ অপর এক সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহর সঙ্গে মিলে ইজরায়েলের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে হামাস ।

সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা গিয়েছে, হামাসের গাড়িকে ঘিরে চিৎকার করছে জনতা ৷ ওই গাড়িতেই ক্ষতবিক্ষত নগ্ন যুবতীর দেহ উপুড় হয়ে পড়ে রয়েছে ৷ তার উপর পা ও বন্দুক দিয়ে চেপে ধরে আছে হামাস জঙ্গিরা ৷ মুখে তাদের জয়োল্লাসের স্লোগান ৷ রাস্তায় থাকা একদল জঙ্গি আবার যুবতীর দেহে থুতু ছেটাচ্ছে ৷

হামাস প্রাথমিকভাবে বলেছিল মৃতদেহটি একজন মহিলা ইজরায়েলি সেনার । তবে আদি লুক নামে এক জার্মান মহিলা তাঁর এক্স হ্যান্ডেলে এটা নিশ্চিত করেছেন, ভিডিয়োতে যে যুবতীর দেহ দেখা গিয়েছে, তিনি তাঁর তুতো বোন, শানি লুক ৷ তিনি একজন জার্মান নাগরিক এবং একজন ট্যাটু শিল্পী বলে জানিয়েছে ইজরায়েলি সংবাদমাধ্যম ৷

আরও পড়ুন:পরপর বিস্ফোরণ-গোলাগুলির মাঝে জল-স্থল-বায়ু মাধ্যমে ইজরায়েলে অনুপ্রবেশ হামাসের

শানি লুকের মা এক্স-এ পোস্ট করা একটি ভিডিয়ো বার্তায় বলেন, তাঁর মেয়ের পরিচয় নিশ্চিত করেছেন তিনি এবং মেয়ের দেহ বর্তমানে কোথায় রয়েছে সে সম্পর্কে আরও তথ্যের জন্য লোকেদের কাছে আবেদন করেছেন । আদি লুকের তুতো বোন জানান, শনিবার সকালে জঙ্গিরা একটি উন্মুক্ত উৎসবের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই নিহত যুবতী নিখোঁজ ছিলেন । শানির তুতো ভাই তোমাসিনা ওয়েনট্রাউব-লুক বলেছেন, "এটি অবশ্যই শানি । তিনি শান্তির জন্য একটি সঙ্গীত উৎসবে ছিলেন । এটি আমাদের পরিবারের জন্য একটি দুঃস্বপ্ন । সঙ্গীত উৎসবটি হামাস জঙ্গিদের দ্বারা আক্রমণের প্রথম স্থানগুলির মধ্যে একটি ছিল ।"

শনিবার ভোরবেলা থেকে হামাস হাজার হাজার রকেট নিক্ষেপ করেছে ইজরায়েলে এবং গাজা উপত্যকার নিকটবর্তী ইজরায়েলি শহরে কয়েক ডজন হামাস যোদ্ধা অনুপ্রবেশ করেছে । হামাসের এই নজিরবিহীন আক্রমণের পরই ইজরায়েলও যুদ্ধ ঘোষণা করেছে ৷ গাজায় বিমান হামলা শুরু করে তেল আভিভ বলেছে, এই হামলার জন্য হামাসকে অভূতপূর্ব মূল্য চোকাতে হবে ৷ ইজরায়েল অপারেশন সোর্ডস অফ আয়রন শুরু করেছে । গাজা উপত্যকায় হামাসের সন্দেহভাজন আস্তানায় হামলা চালানো হয়েছে । এদিকে, টাইমস অফ ইজরায়েল জানিয়েছে, হামাসের মারাত্মক রকেট ও স্থল হামলার পর গাজা ও ইজরায়েলে মৃতের সংখ্যা 300 ছাড়িয়েছে, আহত হয়েছেন আরও 2000 জন ৷

ABOUT THE AUTHOR

...view details