ইসলামাবাদ (পাকিস্তান), 10 মে: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আটদিনের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে পাঠিয়েছে ওই দেশের দুর্নীতি বিরোধী আদালত ৷ পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই এর নেতা ইমরানকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল ৷ এই নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত ভারতের এই প্রতিবেশী ওই দেশের পরিস্থিতি ৷
ইমরান খানকে অ্যান্টি অ্যাকাউন্টিবিলিটি 1 নম্বর বিচারক মুহাম্মদ বশিরের এজলাসে পেশ করা হয় ৷ একই বিচারক যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মকে লন্ডনে সম্পত্তি থাকার দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন । পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই মামলায় মরিয়মকে বেকসুর খালাস দেয় । তবে শরিফের মামলা এখনও বিচারাধীন ।
ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের জাতীয় রাজস্ব বিভাগ থেকে 50 বিলিয়ন লুট করেছেন ৷ সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ ন্যাবের তরফে তাঁকে 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু আদালতে তাঁকে আটদিনের হেফাজতে পাঠিয়েছে ৷ যদিও ইমরান খানের আইনজীবী দাবি করেন, সাজানো অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ কিন্তু আদালতে সেই যুক্তি খাটেনি ৷