পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

Imran Khan: ইমরান খানকে আটদিনের ন্যাবের হেফাজতের নির্দেশ, আদালতে জীবনহানির আশঙ্কা প্রকাশ প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর

মঙ্গলবার গ্রেফতার করা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে ৷ আজ, বুধবার তাঁকে আটদিনের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে পাঠিয়েছে পাকিস্তানের দুর্নীতি বিরোধী আদালত ৷

Imran Khan
Imran Khan

By

Published : May 10, 2023, 6:07 PM IST

Updated : May 10, 2023, 7:03 PM IST

ইসলামাবাদ (পাকিস্তান), 10 মে: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আটদিনের জন্য ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরোর হেফাজতে পাঠিয়েছে ওই দেশের দুর্নীতি বিরোধী আদালত ৷ পাকিস্তান তেহরিক ই ইনসাফ বা পিটিআই এর নেতা ইমরানকে গতকাল মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল ৷ এই নিয়ে গতকাল থেকেই উত্তপ্ত ভারতের এই প্রতিবেশী ওই দেশের পরিস্থিতি ৷

ইমরান খানকে অ্যান্টি অ্যাকাউন্টিবিলিটি 1 নম্বর বিচারক মুহাম্মদ বশিরের এজলাসে পেশ করা হয় ৷ একই বিচারক যিনি প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ও তাঁর মেয়ে মরিয়মকে লন্ডনে সম্পত্তি থাকার দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন । পরে ইসলামাবাদ হাইকোর্ট সেই মামলায় মরিয়মকে বেকসুর খালাস দেয় । তবে শরিফের মামলা এখনও বিচারাধীন ।

ইমরান খানের বিরুদ্ধে অভিযোগ, তিনি পাকিস্তানের জাতীয় রাজস্ব বিভাগ থেকে 50 বিলিয়ন লুট করেছেন ৷ সেই মামলাতেই তাঁকে গ্রেফতার করা হয় ৷ ন্যাবের তরফে তাঁকে 14 দিনের জন্য হেফাজতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু আদালতে তাঁকে আটদিনের হেফাজতে পাঠিয়েছে ৷ যদিও ইমরান খানের আইনজীবী দাবি করেন, সাজানো অভিযোগে গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে ৷ কিন্তু আদালতে সেই যুক্তি খাটেনি ৷

অন্যদিকে ইমরান খান আদালতে জীবনহানির আশঙ্কা প্রকাশ করেন ৷ এছাড়াও একাধিক অভিযোগ করেন তিনি ৷ তাঁকে শৌচালয়েও যেতে দেওয়া হয়নি বলে ইমরান খান আদালতে অভিযোগ করেন ৷ এদিকে তাঁকে গ্রেফতারির পর থেকেই জ্বলছে পাকিস্তান ৷ তাঁর দল পিটিআই এর সমর্থকরা বিভিন্ন জায়গায় ভাঙচুর চালিয়েছে ৷ বিশেষ করে সেনা আধিকারিকদের বাড়িতেই বেশি হামলা চালানো হয়েছে ৷ এই গোলমালে এখনও পর্যন্ত মারা গিয়েছেন চার জন ৷ বহু মানুষ আহত হয়েছেন ৷

প্রসঙ্গত, গত এপ্রিলে ক্ষমতাচ্যূত হয়েছিলেন ইমরান খান ৷ আস্থা ভোটে হেরে যাওয়ার জন্যই তাঁর প্রধানমন্ত্রিত্ব যায় ৷ যদিও পুরো বিষয়টিতে মার্কিন যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র করেছিল বলে সেই সময় ইমরান অভিযোগ করেছিলেন ৷ কারণ হিসেবে তাঁর ব্যাখ্যা ছিল, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়া, চিন ও আফগানিস্তানের বিষয়ে স্বাধীন বিদেশনীতি নিয়েছিলেন ৷ সেই কারণেই তাঁকে ক্ষমতায় থেকে সরিয়ে দেওয়া হল ৷

আরও পড়ুন:গ্রেফতার প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, ইসলামাবাদে জারি 144 ধারা

Last Updated : May 10, 2023, 7:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details