ইসলামাবাদ, 13 অগস্ট: এবার পাকিস্তানে জঙ্গিদের নিশানায় চিনা ইঞ্জিনিয়ারদের কনভয় ৷ সাংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গদরে চিনের ইঞ্জিনিয়ারদের লক্ষ্য করে ওই হামলা চালানো হয় ৷ গদর পুলিশ স্টেশনের কাছেই এই হামলার ঘটনা ঘটে ৷ আইইডি বিস্ফোরণ ঘটানো হয় বলে খবর ৷ পুলিশ জানিয়েছে, এদিন চিনের 23 জন ইঞ্জিনিয়ারকে নিয়ে যখন একাধিক গাড়ির কনভয় ওই এলাকা দিয়ে যাচ্ছিল সেই সময় ওই হামলার ঘটনা ঘটল ৷
আরও জানা গিয়েছে, ওই কনভয়ের মধ্যে থাকা একটি ভ্যানকে লক্ষ্য করে গুলি চালানো হয়, যার জেরে ওই গাড়ির কাঁচে ফাটলও ধরে যায় ৷ এই প্রসঙ্গে পুলিশের ডেপুটি কমিশনার পদমর্যাদার এক আধিকারিক আমজাদ সোরমো জানিয়েছেন, পাকিস্তানে জঙ্গি হামলার ঘটনা বাড়ছে ৷ এই বিষয়টিকে মাথায় রেখে পঞ্জাব পুলিশের স্বরাষ্ট্র বিভাগ এই প্রদেশে বসবাসকারী চিনা নাগরিকদের সতর্ক করেছে ৷ নিরাপত্তার জন্য তাঁদের বেসরকারি নিরাপত্তারক্ষীদের সাহায্য নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে ৷