নয়াদিল্লি, 23 মে: 'রাজায়-রাজায় যুদ্ধ হয়, উলুখাগড়ার প্রাণ যায়' ৷ বাংলায় এটি একটি প্রচলিত প্রবাদ ৷ যুদ্ধের ভয়াবহতা, বিপন্নতা বোঝাতে এই প্রবাদ সাধারণত ব্যবহার করা হয়ে থাকে ৷ কিন্তু বিভিন্ন দেশে একের পর এক সংঘর্ষ, দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধ বাস্তবে মানবজাতিকে কোন অভূতপূর্ব সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে তার এক নিদারুণ তথ্য উঠে এসেছে রাষ্ট্রসংঘের এক রিপোর্টে ৷ সোমবার প্রকাশিত হয়েছে রাষ্ট্রসংঘের শরণার্থী শাখার (ইউএনএইচসিআর) একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে বিশ্বজুড়ে বর্তমানে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 কোটিরও বেশি, যা এখনও পর্যন্ত মানব ইতিহাসে সর্বোচ্চ (Conflicts displace over 1 percent of humanity) ৷
রিপোর্টে বলছে, যুদ্ধ (যার মধ্যে সাম্প্রতিক ইউক্রেন সংঘর্ষও রয়েছে) হিংসা, মানবাধিকার লঙ্ঘন, ধর্মের কারণে অত্যাচারিত ইত্যাদি নানা কারণে গৃহহীন বা বাস্তুচ্যুত মানুষের সংখ্যা পৌঁছে গিয়েছে 10 কোটিতে ৷ যা মিশরের জনসংখ্যার সমান ৷ বিশ্বে জনসংখ্যার দিক দিয়ে মিশর 14 নম্বর স্থানে রয়েছে ৷ ইউএনএইচসিআর এর এই রিপোর্টে স্পষ্ট বলা হয়েছে, বিশ্বে সংঘর্ষের মাঝে পড়ে গৃহহীন মানুষের সংখ্যা আরও বাড়ছে ৷