ওয়াশিংটন, 8 ফেব্রুয়ারি: ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করে গুপ্তচর বেলুন (Chinese Spy Balloon Targets India) ব্যবহার করেছে চিন ৷ মার্কিন সামরিক বাহিনী দেশের সংবেদনশীল জায়গার উপর ভাসমান চিনা নজরদারি বেলুনকে গুলি করার কয়েকদিনের মধ্যে এমনটা দাবি করা হল মার্কিন সংবাদমাধ্যমের একটি রিপোর্টে (Chinese spy balloons targeted several countries)৷
40 মিত্র দেশকে সতর্ক করল আমেরিকা: শনিবার আটলান্টিক মহাসাগরে দক্ষিণ ক্যারোলিনার উপকূলে একটি যুদ্ধবিমান থেকে গুলি চালানো হয় চিনা নজরদারি বেলুনের উপর ৷ এরপরেই ভারত-সহ অন্যান্য মিত্র দেশগুলিকে সতর্ক করে মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, চিনা গুপ্তচর বেলুনের নিশানায় ছিল আরও বেশকিছু দেশ ৷ সোমবার ডেপুটি সেক্রেটারি অফ স্টেট ওয়েন্ডি শেরম্যান সে দেশের প্রায় 40টি দূতাবাসের কর্মকর্তাদের এ বিষয়ে জানান ৷
চিনা বেলুন অন্য দেশের সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে: বেলুনের মাধ্যমে নজরদারির প্রচেষ্টা, যা আংশিকভাবে চিনের দক্ষিণ উপকূলের হাইনান প্রদেশের বাইরে বেশ কয়েক বছর ধরে পরিচালিত হচ্ছে, তা এ বার জাপান, ভারত, ভিয়েতনাম, তাইওয়ান এবং ফিলিপিন্সের মতো চিনের কৌশলগত স্বার্থের দেশ এবং ক্ষেত্রগুলি থেকে সামরিক সম্পদের তথ্য সংগ্রহ করেছে ৷ মঙ্গলবার ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এমনটা দাবি করা হয়েছে ৷ প্রতিবেদনটি বেশ কয়েকজন নাম প্রকাশে অনিচ্ছুক প্রতিরক্ষা এবং গোয়েন্দা আধিকারিকদের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে ।