পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

বেপরোয়া বেজিং! মার্কিন ইন্টারনেটকে কাজে লাগিয়ে 'স্পাই বেলুন' চিনের - China Spy on US

Chinese Spy Balloon : বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশ হিসেবে দাবি করা আমেরিকার ঘরে ঢুকেই তাদের উপর নজরদারি চিনের ৷ তাও আবার মার্কিন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করে ৷ সম্প্রতি আমেরিকার আকাশে চিনের 'স্পাই বেলুন' ধরা পরে ৷ সেখান থেকেই এই তথ্য জানা গিয়েছে ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Dec 30, 2023, 2:19 PM IST

ওয়াশিংটন, 30 ডিসেম্বর: মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনেট প্রদানকারীর পরিষেবা ব্যবহার করেছিল চিনের নজরদারি বা গুপ্তচর বেলুন ৷ এমনটাই জানিয়েছে এক মার্কিন আধিকারিক ৷ সেদেশের সংবাদ মাধ্য়মকে উল্লেখ্য করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, 2023 সালের শুরুর দিকে মার্কিন আকাশে চিনা গুপ্তচর বেলুনকে ধ্বংস করা হয়েছিল ৷ সেটি চিনে নিজের নেভিগেশন ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠানোর জন্য আমেরিকার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর সংযোগ ব্যবহার করেছিল ৷

তবে, যে তথ্য ওই গুপ্তচর বেলুনে জমা হয়েছিল, তা চিনের কাছে পৌঁছায়নি বলে দাবি করেছেন ওই মার্কিন আধিকারিক ৷ তাঁর কথা অনুযায়ী, যেহেতু মার্কিন ইন্টারনেট পরিষেবা ব্যবহার করছিল ওই গুপ্তচর বেলুন ৷ সেই কারণে, মার্কিন গোয়েন্দা সংস্থা দ্রুত সেটিকে ট্র্যাক করে ফেলে ৷ তাই সংগ্রহ করা তথ্যগুলি ট্রানজিটের সময় উদ্ধার করে নেয় গোয়েন্দা সংস্থা ৷ তবে, কোনও মার্কিন ইন্টারনেট পরিষেবা প্রদানকারীর কানেকশন ব্যবহার করেছিল চিনের সেই গুপ্তচর বেলুন ? তা খোলসা করেননি ওই আধিকারিক ৷

জানা গিয়েছে, গুপ্তচর বেলুনটি মার্কিন ইন্টারনেট ব্যবহার করে কেবলমাত্র নিজের নেভিগেশন ঠিক করে, অবস্থান জানাতে সক্ষম ছিল ৷ সেটি বেজিংয়ের কাছে সরাসরি সংগ্রহ করা নথি পাঠাতে পারত না ৷ তবে, একবার মার্কিন সীমান্ত পেরিয়ে গেলে গুপ্তচর বেলুন সরাসরি বেজিংয়ের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সক্ষম ছিল এবং সংগ্রহ করা নথি দ্রুত চিনের হাতে পাঠিয়ে দিতে পারত ৷ কিন্তু, তা হওয়ার আগেই বেলুনটিকে ধ্বংস করে দেওয়া হয় মার্কিন আকাশেই ৷ তবে, প্রথমে আমেরিকার সংবাদ মাধ্যমগুলি জানিয়েছিল, বেলুনটি মার্কিন নেটওয়ার্ক ব্যবহার করে চিনের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম ছিল ৷ কিন্তু, মার্কিন গোয়েন্দা সংস্থা সেই দাবিকে খারিজ করেছে ৷

উল্লেখ্য, 2023 সালের ফেব্রুয়ারি মাসে চিনের সেই গুপ্তচর বেলুনটিকে ধ্বংস করা হয় ৷ তবে, এ ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা হয়েছিল ৷ যাতে সেই বেলুনের ভিতর থাকা ট্রানজিস্টার এবং অন্যান্য যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত না হয় ৷ এরপর সেগুলিকে সংগ্রহ করা হয়, বিস্তারিত বিশ্লেষণের জন্য ৷ মূলত, ওই গুপ্তচর বেলুনে কী তথ্য রেকর্ড হয়েছিল ? তা জানার চেষ্টা করে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই ও ন্যাশনাল ইন্টেলিজেন্স ৷ কিন্তু, এ নিয়ে কোনও কথা বলতে চায়নি এই দুই গোয়েন্দা সংস্থা ৷

আরও পড়ুন:

  1. সাময়িক বিরতি নাকি যুদ্ধবিরতি, দ্বিধায় আটকে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ
  2. দুর্ঘটনার পর পাইলট নিরাপদে বেরলেও, নিখোঁজ যুদ্ধবিমান!
  3. মহাকাশ থেকে চিনা রকেট ভেঙে পড়ল প্রশান্ত মহাসাগরে

ABOUT THE AUTHOR

...view details