ওয়াশিংটন, 3 ফেব্রুয়ারি:আমেরিকার আকাশে উড়ছে সন্দেহভাজন চিনা গুপ্তচর বেলুন (Chinese Spy Balloon over US Airspace)! মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় যে গুপ্তচর বেলুনটি উড়তে দেখা গিয়েছে তার আকার তিনটি বাসের মতো বলে জানিয়েছে পেন্টাগন (Chinese spy balloon spotted over US airspace)।
মার্কিন সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেনের বেইজিং সফরের কয়েকদিন আগেই এই ঘটনা ঘটল ৷ পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, "মার্কিন যুক্তরাষ্ট্র সরকার একটি উচ্চ-নজরদারি বেলুন শনাক্ত করেছে এবং সেটি ট্র্যাক করছে, যেটি এখন মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রয়েছে ।"
তিনটি বাসের আকারের গুপ্তচর বেলুন: রাইডার জানান, "নোরাড (NORAD - North American Aerospace Defense Command) এটিকে নিবিড়ভাবে ট্র্যাক করছে ও পর্যবেক্ষণ করে চলেছে ৷" তিনি বলেন, বৃহস্পতিবার মন্টানার উপরে বেলুনটি দেখা গিয়েছে এবং এটি তিনটি বাসের আকারের বলে জানা গিয়েছে ৷ বেলুনটি শনাক্ত হওয়ার পরে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার তাদের সংবেদনশীল তথ্য যাতে কেউ সংগ্রহ করতে না পারে, সে জন্য অবিলম্বে তৎপরতা শুরু করে দিয়েছে ৷