হায়দরাবাদ, 30 সেপ্টেম্বর:ভারতের চন্দ্রযান-3 অভিযানের সাফল্য নিয়ে এখনও আলোচনা চলছে দেশ-বিদেশের বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা ও বিজ্ঞানীদের মধ্যে ৷ বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে পা রেখেছে ভারতের পাঠানো চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ দেশের মহাকাশ গবেষণা সংস্থার ইসরো এই সাফল্য নিয়ে দেশ-বিদেশে বয়ে গিয়েছে প্রশংসার বন্যা ৷ কিন্তু এবার ইসরোর এই সাফল্য নিয়ে প্রশ্ন তুললেন চিনের এক মহাকাশ বিজ্ঞানী ৷ চন্দ্রযান-3 আদৌ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পেরেছে কি না তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন অউইয়াং জিউয়ান নামে ওই মহাকাশ বিজ্ঞানী ৷
গত 14 জুলাই শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশ্যে পাড়ি দেয় চন্দ্রযান-3 ৷ 23 অগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে সফল অবতরণ করে চন্দ্রযান-3 এর ল্যান্ডার বিক্রম ৷ কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই চিনা প্রবীণ মহাকাশ বিজ্ঞানী দাবি করেছেন, চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ভারতের পাঠানো চন্দ্রযান ৷ চিনের মহাকাশ বিজ্ঞানী অউইয়াং জিউয়ানকে চিনের চন্দ্রাভিযানের প্রাণ পুরুষ বলা হয় ৷ চিনের প্রতিটি চন্দ্রাভিযানের সঙ্গে যুক্ত এই প্রবীণ বিজ্ঞানী ৷ সম্প্রতি সায়েন্স টাইমস সংবাদপত্রে দেওয়া এক সাক্ষাৎকারে চিনের এই মহাকাশ বিজ্ঞানী বলেন, "চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেনি ৷ এমনকি চাঁদের দক্ষিণ মেরুর কাছেও পৌঁছতে পারেনি এই চন্দ্রযানটি ৷" চিনের অ্যাকাডেমি অফ সায়েন্সের সদস্য এই মহাকাশ বিজ্ঞানী ৷
কিন্তু কেন এমন দাবি করলেন এই অউইয়াং জিউয়ান নামে ওই বিজ্ঞানী ?