কলম্বো, 16 অগস্ট: ভারতের আপত্তি সত্ত্বেও শ্রীলঙ্কার জলসীমায় এসে পৌঁছল চিনা গুপ্তচর জাহাজ (Chinese Spy Ship)৷ মঙ্গলবার দ্বীপরাষ্ট্রের হামবানটোটা বন্দরে নোঙর করেছে ট্র্যাকিং ও স্যাটালাইট সাপোর্ট জাহাজ ইউয়ান ওয়াং 5 (Yuan Wang 5)৷
অগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভারত মহাসাগরের উপর থেকে চিনা গুপ্তচর স্যাটালাইটকে এই জাহাজ সাহায্য করবে বলে জানতে পেরে তীব্র আপত্তি জানিয়েছিল দিল্লি (Chinese spy vessel Yuan Wang 5 arrives in Sri Lanka)৷ এর ফলে ভারতের নিরাপত্তা ব্যবস্থা ঝুঁকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল ৷ ভারতের পাশাপাশি একই রকম উদ্বেগ প্রকাশ করেছিল আমেরিকাও ৷ 11 অগস্ট হামবানটোটা বন্দরে ইউয়ান ওয়াং 5-এর পৌঁছনোর কথা থাকলেও তা পিছিয়ে দেয় মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ৷ যদিও চিনা সরকার এই উদ্বেগকে ভিত্তিহীন বলে দাবি করার পর তাদের রণতরীকে প্রবেশের অনুমতি দেয় শ্রীলঙ্কার সরকার ৷ ভারতের দাবিকে তোয়াক্কা না করে শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করতে দেওয়া হয় চিনা জাহাজকে ৷