পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / international

G-20 Summit in New Delhi: জি-20 সম্মেলন, মানচিত্র বিতর্কের আবহে ভারত সফর এড়িয়ে যেতে পারেন জিনপিং

28 অগস্ট চিনের সরকারি মানচিত্র প্রকাশিত হয়েছে ৷ সেখানে ভারতের অরুণাচল প্রদেশ, আকসাই চিনের অংশকে নিজেদের বলে দাবি করেছে চিন ৷ এ নিয়ে দু'দেশের মধ্যে বিতর্কের সৃষ্টি হয়েছে ৷ এ হেন পদক্ষেপের তীব্র বিরোধিতা করেছে ভারত।

ETV Bharat
ভারতে জি-20 বৈঠকে আসছেন না প্রেসিডেন্ট শি জিংপিন

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2023, 10:33 AM IST

নয়াদিল্লি, 3 সেপ্টেম্বর: সেজে উঠেছে রাজধানী ৷ কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে নয়াদিল্লিকে ৷ 9-10 সেপ্টেম্বর দিল্লিতে জি-20 গোষ্ঠীর সম্মেলন ৷ আগেই জানা গিয়েছিল, এই বৈঠকে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ৷ চিনের প্রেসিডেন্টের আসা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল আগেই ৷ শনিবার জানা গেল সম্মেলনে থাকছেন না শি জিনপিং ৷ তবে ভারত বা চিন কেউই সরকারিভাবে এই বিষয়ে কিছু জানায়নি ৷ আন্তর্জাতিক সীমান্তের প্রশ্নে চিন-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতি হয়েছে গত কয়েক বছরে ৷ এমন আবহে চিনের রাষ্ট্রপতি শেষমেশ ভারত সফরে না এলে তা অবশ্যই তাৎপর্যপূর্ণ বিষয় হতে চলেছে।

28 অগস্ট চিন তাদের সরকারি মানচিত্র প্রকাশ করেছে ৷ তাতে ভারতের অরুণাচল প্রদেশ, আকসাই চিনের বেশ কিছুকে অংশ অন্তর্ভুক্ত করা হয়েছে ৷ এর আগে চিন দুই দেশের আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত অরুণাচল, আকসাই চিনের বেশ কিছু অংশের নামকরণ করেছিল ৷ ম্যাপে অন্তর্ভুক্তির তীব্র বিরোধিতা করেছে বিদেশ মন্ত্রক ৷ তবে চিনও পালটা জবাবে ভারতকে এ নিয়ে অতিরিক্ত উৎসাহ না-দেখাতে বলেছে ৷ এই বিতর্কের মধ্যেই খবর, চিনের প্রেসিডেন্ট ভারতে আসছেন না ৷

আরও পড়ুন: সেপ্টেম্বরে ভারতে জি20 শীর্ষ সম্মেলনে আসছেন না পুতিন

পুতিন আগেই প্রধানমন্ত্রীকে জানিয়েছেন, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে ব্যস্ত থাকায় জি-20 সম্মেলনে হাজির হতে পারবেন না ৷ তাঁর হয়ে বিদেশ মন্ত্রী সের্গেই লাভরভ উপস্থিত থাকবেন ৷ 2022 সালে বালিতে আয়োজিত জি-20 সম্মেলনেও যোগ দেননি রাশিয়ার প্রেসিডেন্ট ৷ অতীতেও বহু রাষ্ট্রনেতা জি-20 সম্মেলন এড়িয়ে গিয়েছেন ৷

সংবাদসংস্থা পিটিআই সূত্রের খবর, প্রেসিডেন্টের বদলে ভারতে জি-20 সম্মেলনে যোগ দেবেন চিনের মন্ত্রী লি কিয়াং ৷ আগামী সপ্তাহে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির এশিয়ান এবং ইস্ট এশিয়া সম্মেলন হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৷ এই সম্মেলনেও থাকছেন না চিনের প্রেসিডেন্ট ৷ 2021 সালে ইতালিতে জি-20 গোষ্ঠীর সম্মেলন হয়েছিল ৷ সে সময় বিশ্বের বিভিন্ন প্রান্তে নতুন করে বাড়তে শুরু করেছে করোনার সংক্রমণ ৷ চিনের কোভিড প্রোটোকল মেনে সেই সম্মেলনেও হাজির হননি প্রেসিডেন্ট শি জিংপিন ৷

ভারত এই প্রথম জি-20 গোষ্ঠীর সভাপতিত্ব করছে ৷ গত বছর 1 ডিসেম্বর থেকে 30 নভেম্বর পর্যন্ত জি-20 গোষ্ঠীর সভাপতি দেশ ভারত ৷ সেপ্টেম্বরের এই মহাসম্মেলনে বিভিন্ন দেশের 43 জন প্রতিনিধি অংশ নিতে পারেন বলে জানিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ ভারতের থিম 'বসুধৈব কুটুম্বকম' অর্থাৎ 'এক পৃথিবী, একই পরিবার, এক ভবিষ্যৎ ৷'

আরও পড়ুন: অরুণাচল প্রদেশ নিয়ে চিনের দাবি খারিজ ভারতের

মনে করা হচ্ছে, চিনের মন্ত্রী লি কিয়াংই জাকার্তায় ইস্ট এশিয়া সম্মেলনে যোগ দেবেন ৷ তারপর জি-20 সম্মেলনে যোগ দিতে আসবেন ভারতে ৷ সেই 2008 সাল থেকে 16টি জি-20 সম্মেলন আয়োজিত হয়েছে ৷ এর মধ্যে একটি সম্মেলন অবশ্য ভার্চুয়ালি হয় ৷ 2020 সালে করোনাকালে সৌদি আরবে জি-20 সম্মেলন ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত হয়েছিল ৷

(খবরসূত্র: পিটিআই)

ABOUT THE AUTHOR

...view details