বেজিং, 20 জানুয়ারি: ভারতের সঙ্গে সীমান্ত বিবাদ নিয়ে গত কয়েক মাস ধরে উদ্ভুত পরিস্থিতির মধ্যেই পূর্ব লাদাখ সীমান্তে নিযুক্ত চিনা সেনার সঙ্গে কথা বললেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping) ৷ শুক্রবার প্রকাশিত এক রিপোর্ট অনুযায়ী, খুব সম্প্রতি চিনা প্রেসিডেন্ট জিনপিং ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে লাদাখ সীমান্তে প্রহরারত লাল ফৌজের সঙ্গে কথা বলেন ৷ চিনের সেনা অর্থাৎ পিএলএ (পিপলস লিবারেশন আর্মি)-এর সদর দফতরে গিয়ে এই শি জিনপিং এই ভিডিয়ো বার্তায় যোগ দেন বলে খবর (Chinese Army PLA)৷
জানা গিয়েছে, সীমান্তের বর্তমান অবস্থার বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি সেনা বাহিনীর প্রস্তুতি নিয়েও প্রশ্ন করেন তিনি ৷ কোনও জটিল পরিস্থিতি তৈরি হলে লাল ফৌজ প্রতিপক্ষকে জবাব দিতে কতটা প্রস্তুত সেই বিষয়টিও খতিয়ে দেখেন তিনি ৷ উল্লেখ্য, চিনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির জেনারাল সেক্রেটারি পদেও রয়েছেন শি জিনপিং ৷ এছাড়াও দেশের প্রেসিডেন্ট হওয়ার সুবাদে তিনি চিনা সেনার কমান্ডার-ইন-চিফ পদেও রয়েছেন ৷